চোটের কারণে ছিটকে গেলেন সৌম্য, স্কোয়াডে মিরাজ

New-Project-33.png

সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য ঘোষিত ওই স্কোয়াডে নাম দেখা যায়নি সৌম্য সরকারের। এ নিয়ে ক্রিকেট পাড়ায় রিতিমত গুঞ্জন শুরু করে দিয়েছেন খেলা প্রেমিরা।

জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার। পিঠের চোটের কারণে আগামী ২৮ মে থেকে শুরু হতে যাওয়া সিরিজে খেলতে পারবেন না বাঁহাতি ব্যাটার সৌম্য। তার বদলি হিসেবে দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।

সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে ডান পিঠের নিচে ব্যথা অনুভব করছেন সৌম্য। ওই চোটের কারণেই আরব আমিরাতের বিপক্ষে কোনো ম্যাচেও মাঠে নামা হয়নি তাঁর। এবার তাঁর পাকিস্তান সফর থেকেও ছিটকে যাওয়ার খবর জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামকে উদ্ধৃত করা লেখা হয়েছে, ‘মেডিকেল বিভাগের মূল্যায়নের পর আমরা বুঝতে পেরেছি সৌম্যর পুনর্বাসনে আর ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে। এর মানে হলো আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাঁকে পাওয়া যাবে না।’

মিরাজকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, ‘পাকিস্তান যে দলটা ঘোষণা করেছে, টপ অর্ডারে দুইটা বাঁহাতি, নিচের দিকে তিনটা বাঁহাতি আছে। মনে হচ্ছে দলটির একাদশে তিনটা বাঁহাতি খেলবে। সে কারণে বাড়তি একজন অফ স্পিনারের অপশন তৈরি হয়েছে। এর সঙ্গে আমাদের মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাবও মিরাজকে নেওয়ার একটা কারণ।’

অন্যদিকে, বিপিএলের সর্বশেষ আসরের সেরা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে গেছেন। পিএসএলের প্রতিশ্রুতি শেষ করে লাহোরে জাতীয় দলের সাথে যোগ দেবেন ২৯ টি-টোয়েন্টি খেলা ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। এখন পর্যন্ত দেশের হয়ে ২৯ টি-টোয়েন্টি খেলে ১৪ উইকেট ও ৩৫৪ রান করেছেন তিনি।

জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই (২৮, ৩০ মে এবং ১ জুন) লাহোরে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

Leave a Reply

scroll to top