ছয় বছরের সংসার ভাঙল, কনা-গহিনের বিচ্ছেদ

New-Project-96.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও তার স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। বুধবার (২৫ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টে কনা নিজেই তাদের বিচ্ছেদের কথা জানান।

পোস্টে কনা লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মো. ইফতেখার গহিন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’

তিনি আরও লেখেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে যেন আমরা দুজনেই শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

নিজের পেশাগত জীবনে আরও মনোযোগী হওয়ার কথাও জানান এই শিল্পী। কনা বলেন, ‘এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতোদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন।’

পোস্টের শেষে কনা কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদান্তে, আপনাদের স্নেহধন্য—দিলশাদ নাহার কনা।’

প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর প্রেম করার পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার গহিনকে বিয়ে করেন কনা। বিয়েটি হয়েছিল একদম নীরবে, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পারিবারিকভাবে কাবিনের মাধ্যমে।

এই সম্পর্কের ইতি টানলেও কনা জানিয়েছেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে দুজনেই নতুন করে জীবন শুরু করতে চান।

Leave a Reply

scroll to top