সৌম্যকে পেছনে ফেলে শূন্য রানের রেকর্ডে শীর্ষে সাকিব

New-Project-18-6.jpg

সাকিব আল হাসান-সৌম্য সরকার

২৪ ঘণ্টা বাংলাদেশ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখন সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার (ডাক) বিব্রতকর রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এতদিন এই রেকর্ড ছিল সৌম্য সরকারের দখলে, যিনি ৩১ বার ডাক মেরেছিলেন। তবে পিএসএলে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে সাকিব এখন এই তালিকার শীর্ষে, তার মোট ‘ডাক’ সংখ্যা দাঁড়িয়েছে ৩২।

পিএসএলর অভিষেকেই বাজে শুরু সাকিবের

১৮ মে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচেই বাজে শুরু হয় সাকিবের। আহমেদ দানিয়ালের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। এরপর বল হাতেও ছিলেন উইকেটশূন্য, ২ ওভারে দেন ১৮ রান। এরপর করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও ১ ওভারে ৪ রানে নেন ১ উইকেট। তবে সবচেয়ে হতাশার দিন আসে দ্বিতীয় কোয়ালিফায়ারে, ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। লাহোরের ২০২ রানের ইনিংসে সাকিব খেলেন মাত্র ২ বল, রানের খাতা না খুলেই ক্যাচ দেন টাইমাল মিলসের বলে। বল হাতেও ছিলেন ব্যর্থ—৩ ওভারে ২৭ রান দিলেও উইকেট পাননি। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে সাকিব আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে টি-টোয়েন্টিতে ৩২ বার ডাক মারার রেকর্ড গড়েন। বিশ্ব ক্রিকেটে এই তালিকায় তিনি এখন অষ্টম।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব ও সৌম্যের পর আছেন ইমরুল কায়েস (২২), তামিম ইকবাল (২০) ও মুশফিকুর রহিম (১৯)। টি-টোয়েন্টির মতো ছোট ফরম্যাটে ‘ডাক’ হতেই পারে, কিন্তু বড় মঞ্চে বারবার এমন ব্যর্থতা সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের জন্য অবশ্যই হতাশাজনক। একই সঙ্গে এটি দলকেও বাড়তি চাপের মুখে ফেলে।

অন্যান্য খেলোয়াড়দের তুলনায়

সাকিবের আগের বাংলাদেশের হয়ে এই রেকর্ডের অধিকারী ছিলেন ওপেনার সৌম্য সরকার। জাতীয় দলের এই ওপেনারের টি-টোয়েন্টিতে ‘ডাক’ আছে ৩১টি। বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বাধিক ‘ডাক’ এর রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের, ৪৮টি। ৪৫ ডাক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান, তিন নম্বরে আছে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (৪৪), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৩৫) এবং দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো (৩৩), পল স্টার্লিং (৩৩) ও জেসন রয় (৩৩)।

Leave a Reply

scroll to top