সাকিব আল হাসান ফিরলেন পিএসএলে, দ্বিতীয় দফায় লাহোর কালান্দার্সে

New-Project-26-3.jpg

সাকিব আল হাসান

২৪ ঘণ্টা বাংলাদেশ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে দ্বিতীয়বারের মতো লাহোর কালান্দার্সে নাম লিখিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথমে অবিক্রিত থাকলেও মাঝপথে ডাক পড়েছে সাকিবের।দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব পিএসএল খেলার জন্য বিসিবির কাছে চেয়েছিলেন ছাড়পত্র। বোর্ড কর্তাদের কাছ থেকে গ্রীন সিগন্যাল পাওয়ার পর পাকিস্তানে পৌঁছেছেন তিনি। ইতিমধ্যে যোগ দিয়েছেন দলের স্কোয়াডে। সব ঠিক থাকলে আগামীকাল (রোববার) লাহোরের জার্সিতে মাঠেও দেখা যেতে পারে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।

সাকিব খেলবেন ড্যারিল মিচেলের জায়গায়

সাকিবকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের জায়গায়, যিনি চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন। সাকিব ছাড়াও শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকশে এবং কুশল পেরেরাও লাহোরের স্কোয়াডে নতুন করে যোগ দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে তিন বিদেশি ক্রিকেটারকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, ‘তারা ইসলামাবাদে এসে পৌঁছেছেন এবং নিজেদের ভূমিকা পালনে প্রস্তুত।’

এক সপ্তাহ স্থগিত ছিল পিএসএল

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে গত সপ্তাহে এক সপ্তাহের জন্য স্থগিত ছিল পিএসএল। আজ (শনিবার) থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে প্রতিযোগিতাটি। এ অবস্থায় বিদেশি ক্রিকেটার সংকট মোকাবিলায় নতুন করে খেলোয়াড় দলে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর ধারাবাহিকতায় লাহোর কালান্দার্স দ্বিতীয়বারের মতো দলে টেনেছে সাকিবকে। চলতি আসরে তারা এর আগে আরেক বাংলাদেশি, তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেনকে নিয়েছিল। তবে তিনি বর্তমানে জাতীয় দলের সফর নিয়ে ব্যস্ত রয়েছেন।

এর আগেও লাহোরের হয়ে খেলেছিলেন সাকিব

আগামীকাল (১৮ মে) রাত ৯টায় লাহোর কালান্দার্স মুখোমুখি হবে পেশোয়ার জালমির। লিগপর্বে এটিই লাহোরের শেষ ম্যাচ। তারা যদি শীর্ষ চারে থেকে লিগপর্ব শেষ করতে পারে, তবে প্লে-অফ নিশ্চিত হবে এবং সাকিব আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন। বর্তমানে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সাকিব এর আগে ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক করেন। এরপর তিনি পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন। পিএসএলে এখন পর্যন্ত মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব, যেখানে ব্যাট হাতে করেছেন ১৮১ রান (গড় ১৬.৩৬, স্ট্রাইকরেট ১০৭.১৪) এবং বল হাতে নিয়েছেন ৮টি উইকেট (ইকোনোমি ৭.৩৯)।

সাকিব সবশেষ আন্তর্জাতিক খেলেছিলেন ২৪ এর সেপ্টম্বরে

সাকিব আল হাসান সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর, ভারতের কানপুরে অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে। এই ম্যাচটি ছিল তার সর্বশেষ টেস্ট ম্যাচ। এরপর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি তাকে। বাঁহাতি এই অলরাউন্ডারের পিএসএলে প্রত্যাবর্তন তার ভক্তদের জন্য নিঃসন্দেহে আনন্দের সংবাদ। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই তিনি কতটা আলো ছড়াতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

Leave a Reply

scroll to top