এসএসসি পাসেই শিক্ষাবৃত্তি দিচ্ছে শাহ্জালাল ইসলামী ব্যাংক

New-Project-3-17.jpg

এসএসসি পাসেই শিক্ষাবৃত্তি দিচ্ছে শাহ্জালাল ইসলামী ব্যাংক

২৪ ঘণ্টা বাংলাদেশ

২০২৪ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এইচএসসিতে অধ্যয়নরত মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ মে তারিখের মধ্যে এই বৃত্তির জন্য সরাসরি-ডাক-কুরিয়ারযোগে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

১. এইচএসসি বা সমমানের শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে;
২. বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং অন্য বিভাগে জিপিএ-৪.৮০ পেতে হবে;
৩. সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৮০ এবং অন্য বিভাগে জিপিএ-৪.৫০ থাকতে হবে;

আবেদনের শর্ত—
১.আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সঙ্গে ফরমের ৩ নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর ২০-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে;
২. যেসব আবেদনকারীর পিতা বা মাতার বছরে আয় ২ লাখ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না। অর্থাৎ যেসব প্রার্থীর অভিভাবকের বছরে আয় ২ লাখ টাকার কম তারা আবেদন করতে পারবেন;
৩. ওপরে বর্ণিত আবেদনের যোগ্যতা ও আবেদপত্রের ফরমে উল্লেখ করা শর্তাবলির কোনো একটি অসম্পূর্ণ থাকলে বা কোনো তথ্য ভুল বা মিথ্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;
৪. অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;

আবেদনপত্র সংগ্রহ করবেন যেভাবে—
আবেদনপত্রের ফরম শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা এখানে ক্লিক করে সংগ্রহ করতে পারবেন;

আবেদন প্রক্রিয়া—
আবেদনপত্র ডাক বা কুরিয়ারযোগে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা—
হেড অব ফাউন্ডেশন, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক টাওয়ার’, প্লট নম্বর ৪, ব্লক: সিডব্লিউএন (সি), গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ— আবেদন করার শেষ সময় ১৩ মে ২০২৫;

বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন এখানে অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

বৃত্তি সম্পর্কিত বিজ্ঞপ্তি

Leave a Reply

scroll to top