সাতক্ষীরার সুমিষ্ট হিমসাগর আম আজ শনিবার থেকে বাজারে এসেছে। বাগান মালিকরা গাছ থেকে আম পাড়তে শুরু করেছেন, এবং অনেক ক্রেতা গাছতলা থেকেই আম কিনে নিচ্ছেন। জেলার বিভিন্ন বাগান থেকে আম বাজারে আসায় সাতক্ষীরার বড়বাজার সয়লাব হয়ে উঠেছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় দাম কমে গেছে।
এর আগে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষি ও ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আম বাজারজাতকরণের তারিখ ২০ মে থেকে এগিয়ে ১৫ মে করে। ফলে সকাল থেকে বাগানে আম পাড়ার ধুম পড়েছে। ঝুড়ি ঝুড়ি আম বড়বাজারে উঠছে, এবং জেলার বাইরের ক্রেতারাও সাতক্ষীরার খ্যাতনামা আম কিনতে আসছেন। তবে আসন্ন ঘূর্ণিঝড় শক্তির আতঙ্কে বাগান মালিকরা দ্রুত আম পেড়ে ফেলছেন।
বাজারে হিমসাগরের পাশাপাশি গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ স্থানীয় জাতের আমের সরবরাহ বেশি। কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রজব আলী বলেন, “ক্রেতার তুলনায় সরবরাহ বেশি, তাই দাম কম। ক্রেতা বাড়লে দাম বাড়বে।” বাজারে হিমসাগর আম প্রতি মণ ১৮০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজি প্রতি ৪৫-৫৫ টাকা। চাষীরা জানান, কেজি প্রতি ৭০ টাকা হলে তারা লাভবান হতেন।
চাষীরা আরও বলেন, এবার ফলন কম হলেও আমের আকার বড় হওয়ায় লাভের আশা আছে। তারা বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন, যাতে দালাল ও সিন্ডিকেটের কারসাজি না হয়।