আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (২৫ মে) ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট, কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ সময় চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর জোর দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা জানেন দেশে প্রতিবারই কোরবানির ঈদে অনেক চামড়া নষ্ট হয়। আমরা চাই বিক্রেতারা চামড়ার ন্যায্য মূল্য পাক। চামড়াগুলো গরিব মানুষকে, এতিমখানায়, মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। কিন্তু তারাও এটার ন্যায্য মূল্য পান না। এবছর তারা যাতে ন্যায্য মূল্য পান সেটার ব্যবস্থা করা হয়েছে।”
পাশাপাশি, পশুর হাটের হাসিল (কর) কমানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে ৫ শতাংশ হাসিলকে বেশি উল্লেখ করে এটি ৩ শতাংশের নিচে নামিয়ে আনার চেষ্টা চলছে। যদিও এবার কমানো সম্ভব হয়নি, তবে আগামীতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।
এছাড়া, এ বছর কুরবানির ঈদ উপলক্ষে রাজধানীর দুই সিটি কর্পোরেশনে মোট ২০টি পশুর হাটের ব্যবস্থা করা হচ্ছে। এসব হাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
উপদেষ্টা জানান, প্রতিটি হাটে চিকিৎসক দল থাকবে যাতে কোনো অসুস্থ গরু বিক্রি হতে না পারে। এছাড়া, হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের কেউ অসুস্থ হলে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য চিকিৎসকরা প্রস্তুত থাকবেন। প্রতিটি হাটের দায়িত্বশীলরা এই ব্যবস্থার তত্ত্বাবধান করবেন এবং ক্রেতাদের নিরাপত্তায় পর্যাপ্ত পিরমাণ আনসার সদস্য মোতায়েন করা হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “তিনদিন কোরবানি চলবে। প্রথম দিন প্রায় ৯০ শতাংশ গরু কোরবানি করা হয়ে যায়। এরপরও কিছু কিছু কোরবানি হয়।” তিনি বর্জ্য ব্যবস্থাপনার দ্রুত ব্যবস্থার উপর জোর দেন এবং জানান, প্রশাসকরা ১২ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রশাসকদের ধন্যবাদও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।