সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকতে বলছে আবহাওয়া অধিদপ্তর

New-Project-7-5.jpg

সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টা বাংলাদেশ

রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ২৫ মে (শনিবার) সারাদিন জুড়েই আকাশ মেঘলা থাকবে, এবং দিনের কিছু সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৭০ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্তত ১৭টি নদীবন্দরে আজ ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী সাতদিনের আবহাওয়া

আগামী সাত দিনের পূর্বাভাসে দেখা যাচ্ছে, বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। সপ্তাহের শুরুতে, ২৫ মে, ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭০%।

২৬ মে অল্প বৃষ্টি হতে পারে, ২৭ মে মাঝে মাঝে বৃষ্টি, ২৮ মে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ২৯ মে বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০ শতাংশেরও বেশি।

বিঘ্ন ঘটতে পারে জনজীবনে

আবহাওয়ার এই পরিবর্তনের ফলে জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীদের জন্য সকালে ও সন্ধ্যায় রাস্তাঘাটে ভোগান্তি বাড়তে পারে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ জনগণকে আবহাওয়ার আপডেট খেয়াল রাখার আহ্বান জানিয়েছে।

বৃষ্টির কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে, তাই যানবাহন চালকদের এবং পথচারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

সাপ্তাহিক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে। জনসাধারণকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

scroll to top