যমজ সন্তানের মা হচ্ছেন রাধিকা মার্চেন্ট?—গুজব না বাস্তবতা

New-Project-3-9.jpg

অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্ট

২৪ ঘণ্টা বাংলাদেশ

ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী পরিবার আম্বানিদের পুত্রবধূ রাধিকা মার্চেন্টের মা হওয়া নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে, তিনি যমজ সন্তানের মা হতে চলেছেন এমন গুজব ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। গত বছর জুলাইয়ে রাজকীয় বিয়ের পর এখন ফের শিরোনামে অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট।

গুজবের সূত্রপাত

২০২৪ সালের জুলাইয়ে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকার বিবাহের পর, সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থী উপলক্ষে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাধিকা তার শাশুড়ি নীতা আম্বানির হাত ধরে হাঁটছেন এবং মাঝে মাঝে পেটের ওপর হাত রাখছেন। এই দৃশ্য দেখে অনেকেই ধারণা করেন যে তিনি গর্ভবতী। পরবর্তীতে, আরও একটি অনুষ্ঠানে রাধিকার উপস্থিতি এবং তার পোশাকের ধরন গুজবকে আরও উসকে দেয় ।

পরিবারের প্রতিক্রিয়া

এই গুজবের প্রেক্ষিতে, রাধিকা মার্চেন্ট নিজে এবং আম্বানি পরিবার থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে, কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে রাধিকা গুজব অস্বীকার করেছেন এবং সম্প্রতি মণীষ মালহোত্রার দেওয়ালি পার্টিতে অংশগ্রহণ করেছেন, যেখানে তার পোশাক গর্ভধারণের কোনো ইঙ্গিত দেয়নি ।

আইভিএফ ও আম্বানি পরিবার

আম্বানি পরিবারের সদস্য ইশা আম্বানি পূর্বে প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি আইভিএফ (IVF) পদ্ধতির মাধ্যমে যমজ সন্তান জন্ম দিয়েছেন। তিনি এই পদ্ধতির সামাজিক স্বীকৃতি বাড়ানোর পক্ষে কথা বলেছেন এবং রাধিকা মার্চেন্টকে তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন ।

সুখবরের অপেক্ষায় ভক্তরা

বর্তমানে রাধিকা মার্চেন্টের গর্ভধারণ বা যমজ সন্তানের মা হওয়ার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের ভিত্তিতে এই আলোচনা চলছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া পর্যন্ত এই তথ্য নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। নেটিজেনদের আলোচনা, ‘বিয়ের এক বছরের মধ্যেই যদি এই খবরে সত্যি হয়, তাহলে তো সুখবর।’ আবার অনেকে বলছেন, ‘হয়তো নতুন বছরের আগে আম্বানি বাড়ির নতুন অতিথিদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

ইতিহাসের ব্যয়বহুল বিয়ে ছিল আম্বানি পরিবারের ছোট পুত্রের

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হয় আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির। ছেলের বিয়ে উদযাপন যে রাজকীয় হবে, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু কতটা রাজকীয় জামনগরে প্রথম প্রাক-বিবাহ উদযাপনে তার আভাস পাওয়া গিয়েছিল। ইতালির বিলাসবহুল ক্রুজে দ্বিতীয় উদযাপনও ছিল বিলাসিতায় মোড়া। প্রাক-বিবাহেই যদি এমন রাজকীয় আয়োজন থাকে, তাহলে বিয়েতে কেমন ছিল, তা সবাই জানেন। বিয়েতে রাস্তার খাবারসহ আড়াই হাজার পদ ছিল। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই।

Leave a Reply

scroll to top