৪৬তম বিসিএসে প্রশ্নফাঁসের ছায়া, পিএসসি সংস্কারের ডাক

New-Project-13-8.jpg

৪৬তম বিসিএসে প্রশ্নফাঁসের ছায়া, পিএসসি সংস্কারের ডাক

ঢাবি প্রতিনিধি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনেছেন চাকরিপ্রার্থীরা। আজ (২০ই এপ্রিল,২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ অভিযোগ তুলে ধরেন।

চাকরিপ্রার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডা. রিজভী আহমেদ সিয়াম। তিনি বলেন, “আমাদের সবার মনে হচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে। বিজি প্রেস থেকে ছাপানো প্রশ্নপত্রই আমাদের দিয়ে পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে। পিএসসি যেন নতুন করে প্রশ্নপত্র মডারেশন করে পরীক্ষা গ্রহণ করে—এটাই আমাদের দাবি।”

তিনি আরও জানান, বিসিএসের প্রশ্নপত্র তৈরি করে থাকেন এমন অনেক শিক্ষকের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। তাদের মতে, ৫ আগস্টের পর কোনো শিক্ষক পিএসসিতে প্রশ্ন জমা দেননি। অর্থাৎ পিএসসি যে প্রশ্নে পরীক্ষা নিচ্ছে, সেটি অনেক আগেই ছাপানো হয়েছে এবং তা অনেকের হাতেও পৌঁছে যেতে পারে বলে তাদের ধারণা।

ডা. রিজভী বলেন, “এখন আমাদের দাবি শুধু পরীক্ষার সময় পেছানোর মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা চাই পিএসসির পূর্ণাঙ্গ পুনর্গঠন। এখনো সেখানে ফ্যাসিস্টদের দোসররা থাকতে পারে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে যদি পুরোনো রীতিই বহাল থাকে, তাহলে জনগণের রক্ত বৃথা যাবে।”

তিনি অভিযোগ করেন, “গত ১০ এপ্রিল পিএসসির সামনে শান্তিপূর্ণ আন্দোলন করার সময় আশিক, নুর এবং আমাকে পেটানো হয়েছে। আমাদের আটক করে জেলখানায় নিয়ে যাওয়া হয় এবং মাদকসেবীদের সঙ্গে একই সেলে চার ঘণ্টা রাখা হয়। আগের কোনো সরকার আমলেও এমন বর্বরতা দেখিনি।”

উল্লেখ্য, চাকরিপ্রার্থীরা এ পরিস্থিতিতে পিএসসি’র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান এবং অনতিবিলম্বে যথাযথ তদন্ত ও ব্যবস্থাপনার মাধ্যমে পরীক্ষার গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনার আহ্বান জানান।

Leave a Reply

scroll to top