বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে শাবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ

New-Project-20-5.jpg

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে শাবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ

২৪ ঘণ্টা বাংলাদেশ শাবিপ্রবি প্রতিনিধি

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য মূলক আচরণ করা হচ্ছে দাবি করে বৈষম্য নিরসনে ৩ দফা দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গোল চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

গতকাল ১৯ এপ্রিল শনিবার ক্যাম্পাসের গোলচত্বরে “প্রকৌশল অধিকার আন্দোলন, শাবিপ্রবি ” এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রতি সরকার বৈষম্য মূলক আচরণ করছে এবং এই বৈষম্য নিরসনে তারা তাদের পক্ষ থেকে ৩ দফা দাবি জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের কথা বলেন।

প্রকৌশলী অধিকার আন্দোলনের তিনটি দাবি:
১. নবম গ্রেড/সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য লিখিত পরীক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এবং প্রার্থীকে বাংলাদেশের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি-ধারী হতে হবে।
২. টেকনিক্যাল দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে—যেখানে সবাই নিজ নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে, কোনো ধরনের কোটা সুবিধা গ্রহণযোগ্য হবে না।
৩. বিএসসি ডিগ্রি এবং IEB (Institution of Engineers, Bangladesh) স্বীকৃতি ছাড়া কাউকে প্রকৌশলী হিসেবে বিবেচনা করা যাবে না।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আসাদুজ্জামান আহাদ ( সিভিল এন্ড এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং), আব্দুল্লাহ আল মাসুদ( সিভিল এন্ড এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং), আবু সাঈদ সিফাত ( সিভিল এন্ড এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং), রফিকুল ইসলাম ( সিভিল এন্ড এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং),বখতিয়ার পলাশ( ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং),আরিফুল ইসলাম( সিভিল এন্ড এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং), হিমেল আহমেদ( সিভিল এন্ড এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং)

Leave a Reply

scroll to top