পুলিশের পরিচয়ে প্রতারণা বাড়ছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান

New-Project-5-10.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

সম্প্রতি পুলিশের পরিচয়ে প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রতারক চক্রটি কখনও মোবাইল ফোনে আবার কখনও সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (২৫ মে) দুপুরে পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর এক প্রেস ব্রিফিংয়ে জানান, প্রতারকরা কখনও ‘আমি ডিবি বলছি’ বা ‘আমি অমুক থানার ওসি’ পরিচয়ে ফোন দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে, আবার কখনও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমো ব্যবহার করে পুলিশের নাম, ছবি ও পদবি দিয়ে ভুয়া বার্তা ছড়াচ্ছে।

তিনি বলেন, “অনেকেই এসব বার্তা বা কলকে বিশ্বাস করে অর্থ প্রদান করছেন, যা সরাসরি প্রতারণা। জনগণ যেন এ ধরনের ফাঁদে পা না দেন, সে বিষয়ে আমরা বারবার সতর্ক করছি।”

সাধারণত প্রতারক চক্রটি প্রথমে একটি ফোন করে জানায়, ‘আপনার নামে মামলা হয়েছে’, অথবা ‘বিষয়টি মীমাংসা করতে হলে এখনই বিকাশে টাকা পাঠান’। এছাড়া কোনো পুলিশ কর্মকর্তার ছবি ব্যবহার করে লেখা হচ্ছে, ‘এই নম্বরে জরুরি যোগাযোগ করুন’। এমন ভুয়া বার্তায় মানুষ বিভ্রান্ত হয়ে অর্থ পাঠিয়ে দিচ্ছেন।

এআইজি ইনামুল হক সাগর বলেন, “পুলিশের অফিশিয়াল কার্যক্রম কখনো ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে পরিচালিত হয় না। এমন কোনো বার্তা পেলে তা যাচাই করে স্থানীয় থানা অথবা ৯৯৯-এ ফোন করে নিশ্চিত হওয়া জরুরি।”

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ইতোমধ্যে কয়েকটি ঘটনার তদন্তে অগ্রগতি হয়েছে। সাইবার ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে।

এআইজি ইনামুল বলেন, “প্রতারণা রোধে সচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার। আমরা চাই কেউ যেন এই ফাঁদে না পড়ে।”

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে গণমাধ্যম, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পুলিশ কর্মকর্তার ছবি বা বার্তা সত্যতা যাচাই না করে শেয়ার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

scroll to top