চলচ্চিত্রপ্রেমীদের বহুল আলোচিত গান ‘জালিমা’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইউটিউবে প্রকাশিত গানটির থাম্বনেইলে শুরুতে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান উপস্থিত থাকলেও, সম্প্রতি সেই থাম্বনেইল পরিবর্তন করে শুধুমাত্র বলিউড অভিনেতা শাহরুখ খান-এর ছবি রাখা হয়েছে। এই হঠাৎ পরিবর্তন ঘিরে উঠেছে নানা প্রশ্ন এবং শুরু হয়েছে বিতর্ক।
‘জালিমা’ গানটি ২০১৭ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘রাইস’ এর। যেখানে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খান। সিনেমাটি মুক্তির পর আশানুরুপ সাফল্য না পেলেও দর্শকদের মন কেড়েছিলো ছবির গানগুলো। বিশেষ করে অরিজিৎ সিংয়ের গাওয়া এই জালিমা গানটি। গানটি মুক্তির পরই দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সিনেমা মুক্তির প্রায় ৮ বছর পর গানের থাম্বনেল থেকে মূল অভিনেত্রীর ছবি ছবি সরিয়ে ফেলার কারণ নিয়ে কেউ কিছু না বললেও, এটি অনেকেই রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত বলে মনে করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এই পরিবর্তনের বিরুদ্ধে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন—“একজন সহ-অভিনেত্রী যিনি মূল গানে আছেন, তাকে কেন বাদ দেওয়া হলো?”
যদিও এ নিয়ে এখনো শাহরুখ খান বা প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

থাম্বনেল থেকে বাদ পড়লেন মাহিরা
‘রাইস’ সিনেমা ও মাহিরার বিতর্কিত অবস্থান
‘রাইস’ (২০১৭) ছবিতে মাহিরা খানের সঙ্গে শাহরুখ খানের জুটি ছিল মূল আকর্ষণ। কিন্তু মুক্তির আগে থেকেই পাকিস্তান সংযোগ নিয়ে নানা বিতর্ক শুরু হয়। যদিও তখন সরকারিভাবে কোনও নিষেধাজ্ঞা ছিল না, তবুও প্রযোজকেরা ছবির প্রচারে মাহিরাকে অংশ নিতে দেননি।
বলিউডে পাকিস্তানি শিল্পীদের উপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা
২০১৬ সালে উরি হামলার পর থেকেই বলিউডে পাকিস্তানি শিল্পীদের নিয়ে বিতর্ক শুরু হয়। তখন মুম্বইয়ের কিছু চলচ্চিত্র সংগঠন ঘোষণা দেয়, তারা পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করবে না। এই ঘটনার পর থেকেই বলিউডে পাকিস্তানী তারকাদের উপস্থিতি কমতে থাকে।
শুধু মাহিরা নন—ফাওয়াদ খান ও মাওরা হোসেন এর মতো অন্যান্য পাকিস্তানি অভিনেতাদেরও বলিউড সিনেমার পোস্টার ও প্রচার সামগ্রী থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মিউজিক ও ভিডিও প্ল্যাটফর্মে। ভারতে ব্যান করা হয়েছে বিভিন্ন পাকিস্তানী তারকাদের ইনস্টাগ্রাম এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টও। এমনকি ভারত-পাকিস্তানের সংঘাতের জেরে একে অপরকে দোষারোপ করেছেন একাধিক ভারতীয় এবং পাকিস্তানী তারকা।
এর পেছনে কারণ হিসেবে মনে করা হচ্ছে সাম্প্রতিক ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী লঞ্চ প্যাডে সেনা অভিযান চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানপন্থী কিছু মন্তব্য সামনে আসে, যেগুলোর পরেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
অনেকেই বলছেন, বলিউডে পাকিস্তানি শিল্পীদের অবদানকে এক ঝটকায় মুছে ফেলার চেষ্টা হচ্ছে। আবার কেউ কেউ এটিকে সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন।