আদালতের নির্দেশে কারাগারে নুসরাত ফারিয়া

New-Project-8-8.jpg

কারাগারে নুসরাত ফারিয়া

২৪ ঘণ্টা বাংলাদেশ

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

ভাটারা থানায় দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সোমবার সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া তাকে রিমান্ডে না নিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে, অভিনেত্রীর আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই মাসে রাজধানীর ভাটারা এলাকায় সংগঠিত এক সহিংস ঘটনার প্রেক্ষিতে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ রয়েছে, ফারিয়া সহিংসতা উসকে দেওয়ায় গুরুতর আহত হন একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।

তবে এ বিষয়ে নুসরাত ফারিয়ার পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তার আইনজীবীরা জানিয়েছেন, তারা উচ্চ আদালতে জামিন আবেদন করবেন এবং এই মামলায় তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলবেন।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার একাধিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।

এ ঘটনার পর দেশের বিনোদন অঙ্গনে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, আবার কেউ কেউ মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের দাবি জানাচ্ছেন।নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় দেশের বিনোদন অঙ্গনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই শিল্পীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন।

Leave a Reply

scroll to top