চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসর বরাবরই রানের ফোয়ারা ছোটার মঞ্চ। এবারের আইপিএল যেন সেই ধারাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে দলীয় ২০০ বা তার বেশি রান তোলার ৪২তম ঘটনা দেখলো ক্রিকেট বিশ্ব, যা ভেঙে দিয়েছে আইপিএলের পূর্বের সব রেকর্ড।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের করা ২৩১ রানের ইনিংসটিই ছিল এবারের আসরে ২০০ রানের কোটা স্পর্শ করার ৪২তম নজির। আইপিএলের ইতিহাসে এর আগে এক মৌসুমে এতবার দলীয় ইনিংসে ২০০ রান দেখা যায়নি।
চলমান মৌসুমে রানের উৎসব
চলতি বছরের আইপিএল মৌসুম এখনও শেষ হয়নি, প্লে-অফ এবং ফাইনালসহ এখনো বাকি রয়েছে মোট ৯টি ম্যাচ। এই ৯ ম্যাচে আরও কতবার ২০০ রানের ইনিংস দেখা যায়, সেটাই এখন দেখার বিষয়। এর আগে, গত মৌসুমে (২০২৪) ৪১ বার দলগুলো ২০০ রানের মাইলফলক স্পর্শ করেছিল, যা এত দিন সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত ছিল। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৩৭ এবং ২০২২ সালে ১৮।
কোন দলের কতবার ২০০ রান?
আইপিএলের এবারেরর আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তুলেছে গুজরাট টাইটান্স, তারা ৭টি ইনিংসে ২০০ বা তার বেশি রান করেছে। এরপরই রয়েছে পাঞ্জাব কিংস, যারা ৬টি ইনিংসে এই রান তুলেছে। লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস ৫ বার করে ২০০ রান করেছে।
এছাড়া, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স ৪ বার করে ২০০ রানের ক্লাব ছুঁয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৩ বার এবং চেন্নাই সুপার কিংস ও মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস ২ বার করে ২০০ রান করতে পেরেছে।
প্লে-অফে কারা?
এবারের আইপিএলের আসরে এরই মধ্যে প্লে-অফের চারটি দল নিশ্চিত হয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স, দ্বিতীয় স্থানে পাঞ্জাব কিংস, তৃতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বাকি ম্যাচগুলোতেও কি রানের এই ধারা অব্যাহত থাকবে? নাকি বোলাররা দাপট দেখিয়ে কোনো চমক দেখাবেন? অপেক্ষা এখন সেটারই।