আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য ঘোষণা করেছে সরকার। এবার গরুর লবণযুক্ত চামড়ার দাম বেড়েছে ৫ টাকা করে। ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে খাসি ও বকরির চামড়ার দামও ২ টাকা করে বাড়ানো হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
তিনি জানান, একটি পূর্ণাঙ্গ লবণযুক্ত গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য ঢাকায় ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার মূল্য ২০ থেকে ২২ টাকা নির্ধারিত হয়েছে।
চামড়া সংরক্ষণে উদ্যোগ হিসেবে এবার ৩০ হাজার টন লবণ বিনামূল্যে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হবে বলে জানান তিনি। এছাড়া, কাঁচা চামড়া ঢাকায় যেন সঠিকভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা যায়, সে লক্ষ্যে ঈদের পরবর্তী ১০ দিন ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, গত বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ছিল ৫০ থেকে ৫৫ টাকা। খাসির চামড়া ছিল ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা প্রতি বর্গফুট।