ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার নতুন নির্দেশনা

New-Project-57.png

বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতেও দেশের আমদানি-রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান এবং তৈরি পোশাক খাতের সুবিধার্থে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (২৫ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস)।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ জুন (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার) সরকারি ছুটির দিন হলেও ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। এই সিদ্ধান্ত ওষুধ শিল্পসহ আমদানি ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনের সুবিধা নিশ্চিত করবে।

এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, তবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতা পাবেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে, তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বিল বিক্রি এবং শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার জন্য আরও একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ জুন (বুধবার) সরকারি ছুটির দিনেও ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখাগুলো সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। এই কার্যক্রমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এই নতুন নির্দেশনাগুলো ঈদ উপলক্ষ্যে অর্থনীতিতে গতিশীলতা বজায় রাখতে এবং বিশেষ করে রপ্তানি আয়ের প্রধান উৎস পোশাক শিল্পের কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

Leave a Reply

scroll to top