খুবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নজরুল উৎসব’

New-Project-4-10.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ খুবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘নজরুল উৎসব’। আজ ২৩ মে ২০২৫ (৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য আয়োজন।

এবারের নজরুল জন্মবার্ষিকীর প্রতিপাদ্য— “দু’হাজার চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার”, যা সময়ের প্রেক্ষাপটে নজরুলের বিপ্লবী চেতনা ও রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে সামনে আনবে।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখবেন নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদাত। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ দুলাল হোসেন প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নূরুন্নবী, এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ খান।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।
সভাপতির বক্তব্য রাখবেন নজরুল জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম।

উৎসবে আলোচনা পর্বের পাশাপাশি থাকবে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত পরিবেশনা করবেন অতিথি শিল্পীরা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থাপন করবেন কবিতা, গান ও নৃত্যসহ নজরুলভিত্তিক নানা পরিবেশনা।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই প্রথম নজরুল উৎসব ছাত্র-শিক্ষকসহ সকল অংশগ্রহণকারীর জন্য স্মরণীয় এক সন্ধ্যার আবহ তৈরি করবে এবং নজরুলের অসাম্প্রদায়িক, মানবিক ও বিপ্লবী চেতনাকে নতুনভাবে উপলব্ধির সুযোগ করে দেবে।

 

Leave a Reply

scroll to top