‘দ্য ফ্যামিলি ম্যান-৩’ খ্যাত অভিনেতার রহস্যজনক মৃত্যু!

New-Project-2-21.jpg

'দ্য ফ্যামিলি ম্যান-৩' খ্যাত অভিনেতার রহস্যজনক মৃত্যু!

২৪ ঘণ্টা বাংলাদেশ

চলতি বছর জনপ্রিয় ওটিটি রিলিসের মধ্যে অন্যতম ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’। সেখানে অভিনয় করেছেন রোহিত বসফোর। আর পাঁচটা অভিনেতার মতো এই রিলিজ নিয়েও খুব স্বাভাবিকভাবে তিনিও উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু মুক্তির আগেই জীবন প্রদীপ নিভে গেলো অভিনেতার। গুয়াহাটির কাছে গর্ভাঙ্গা জলপ্রপাতে উদ্ধার হয় অভিনেতার মৃতদেহ।

রবিবার (২৭ এপ্রিল) বিকেলে গুয়াহাটির গড়ভাঙ্গা জলপ্রপাতের কাছে মনোজ বাজপেয়ীর হিট শো ফ্যামিলি ম্যানের তৃতীয় পর্বে অভিনয় করা রোহিত বসোরের মৃতদেহ পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় থাকা অবস্থায় অভিনেতা ডুবে মারা গেছেন বলে জানা গেছে। তবে, অভিনেতার পরিবার সন্দেহ করছে যে কোনও ভুল হয়েছে।

জানা গিয়েছে, নয়জন সহকর্মীর সাথে পিকনিক করতে গিয়েছিলেন রোহিত। সেই সময় আচমকা জলপ্রপাতের মধ্যে পড়ে যান তিনি। জলপ্রপাত ছিল গভীর, ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সময় লাগেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানি পুলিপ থানার আধিকারিকরা। পুলিশ বলছে, দুর্ঘটনাটি দুপুর ১টার দিকে ঘাটছে।

গুয়াহাটি প্লাসের প্রতিবেদন অনুসারে, পুলিশ জানিয়েছে, “আমরা বিকেল ৪টার রিপোর্ট পেয়েছি এবং সাড়ে ৪ নাগাদ ঘটনাস্থলে পৌঁছেছি। পরে এসডিআরএফ এর একটি দল এসে সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে মৃতদেহ উদ্ধার করে।”

প্রাথমিক অনন্ত অনুসারে, রোহিত দুর্ঘটনাবশথ জলপ্রপাতে পড়ে যান। পুলিশ জানিয়েছে, এখনোও পর্যন্ত কোনও খুনের সন্দেহ নেই। পুরো ঘটনাটি ভালো করে খতিয়ে দেখা হচ্ছে।

২০২৪ সালে ‘ফ্যামিলিছ্যান’-এর শুটিংয়ের সময় সেট থেকে ইনস্টাগ্রাম প্রোফাইলে একাধিক ছবি শেয়ার করতেন রোহিত। গত নভেম্বরেই অভাগীণ আহলাওয়ার এবং দলীপ আহিলের সঙ্গে ছবি শেয়ার করে তিনি শিখেছিলেন, “এমন দুর্দান্ত অভিজ্ঞতা পান করে আমি ভাগ্যবান।

Leave a Reply

scroll to top