গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে নাকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ অবস্থায় অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলগুলোতে ঠান্ডা পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) নেতারা।
বৃহস্পতিবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা এ স্মারকলিপি পেশ করেন। এতে বলা হয়, ক্যাম্পাসে বর্তমানে চল্লিশ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীদের জন্য ঠান্ডা পানির প্রাপ্যতা নেই বললেই চলে, যা তাদের দৈনন্দিন শিক্ষাজীবনে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষার্থীরা দুইটি মূল দাবি উত্থাপন করেন। প্রথমত, ব্যবসায় শিক্ষা অনুষদ, কলাভবন, সেন্ট্রাল লাইব্রেরি, টিএসসি, চারুকলা ইনস্টিটিউট, কার্জন হল, গণিত ভবন, সায়েন্স লাইব্রেরি, ফিজিক্স ভবন, আইন অনুষদ, সমাজকর্ম ইনস্টিটিউটসহ সকল ভবন ও হলে পর্যাপ্ত ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করতে হবে। দ্বিতীয়ত, দাবিগুলো বাস্তবায়নের জন্য অতিদ্রুত পদক্ষেপ নিতে হবে।
শিক্ষার্থীরা জানান, গ্রীষ্মকালীন তীব্র গরমে ক্যাম্পাসে ক্লাস করতে ও হলে অবস্থান করতে গিয়ে তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এ অবস্থায় ঠান্ডা পানির ব্যবস্থা একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।