জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিকী অনুষদের নতুন কলা ভবনে মৌলিক অবকাঠামোগত সুবিধা নিশ্চিতকরণের দাবিতে তিন দিনের গণস্বাক্ষর কর্মসূচি শেষে ডিন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন কলাও মানবিক অনুষদের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের তৃতীয় তলায় অনুষদের ডীন অধ্যাপক মোজাম্মেল হকের নিকট এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে কলা ও মানবিকী অনুষদের চারটি বিভাগের ছাত্র সংসদ প্রতিনিধি এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিরা নতুন কলা ভবন ও আশপাশের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ছয়টি প্রস্তাবনা উত্থাপন করেন। প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: নারীদের জন্য পৃথক ওয়াশরুম স্থাপন, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, নিরাপদ গ্যারেজ ও সাইকেল স্ট্যান্ড তৈরি, এবং প্রার্থনার জন্য নির্ধারিত স্থান নির্ধারণ।
এ বিষয়ে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, “শিক্ষার্থীদের এসব যৌক্তিক দাবির সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। তবে বাজেট স্বল্পতা একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। প্রশাসনিক সহযোগিতা পেলে এসব কাজ বাস্তবায়ন সম্ভব হবে।”
ছাত্রী জান্নাতুল ফেরদৌস জুথী বলেন, “স্যানিটারি ন্যাপকিন স্টেশন না থাকায় ছাত্রীদের জরুরি পরিস্থিতিতে অসুবিধা হয়।” তিনি প্রতিটি ফ্লোরে পৃথক ও পর্যাপ্ত ওয়াশরুমের দাবি জানান। ইতিহাস বিভাগের ছাত্র তাসিন বলেন, “উন্নয়ন প্রকল্পের বিপরীতে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার অভাব দুঃখজনক। লেকের ধারে বর্জ্যের স্তূপ লেকের সৌন্দর্য নষ্ট করছে।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান রাফি বলেন, “ওয়াশরুম, বর্জ্য ব্যবস্থাপনা, পার্কিং ও স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনসহ সমস্যা সমাধানে এককভাবে কোনো পক্ষ এগোতে পারবে না; শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র সমাধান।”