পিএসএলে খেলার ছাড়পত্র চেয়েছন মেহেদী হাসান মিরাজ

New-Project-11-6.jpg

মেহেদী হাসান মিরাজ

২৪ ঘণ্টা বাংলাদেশ

সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে লাহোর কালান্দার্স। এ লক্ষ্যে আজ (রোববার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (NOC) চেয়ে আবেদন করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহরিয়ার নাফিস

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাফীস জানান, “আজ সকালে মিরাজ পিএসএলে খেলার জন্য বিসিবির কাছে ছাড়পত্র (এনওসি) চেয়েছেন। তবে এখনো আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।”

এটিই হবে মিরাজের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি

মিরাজ যদি অনুমতি পান, তাহলে এটিই হবে তার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ। এর আগে দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি তিনি।

মিরাজ বর্তমানে জাতীয় টি–টোয়েন্টি দলে না থাকায় এই সময়ে পিএসএল খেলার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি সিরিজ খেলছে, কিন্তু সেই দলে জায়গা হয়নি তার। ফলে ফাঁকা সময়টা কাজে লাগাতে আগ্রহী মিরাজ।

সাম্প্রতিক সময়ে ফর্মেও রয়েছেন মিরাজ। এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স করে তিনি আইসিসি ‘মাসসেরা খেলোয়াড়’-এর খেতাব জিতেছেন। সেই সিরিজে ১৫ উইকেট নেওয়ার পাশাপাশি একটি সেঞ্চুরিও ছিল তার ঝুলিতে। আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।

এদিকে মিরাজের সম্ভাব্য দল লাহোর কালান্দার্স ইতোমধ্যেই পিএসএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে। গতকাল তারা ২৬ রানে হারিয়েছে পেশোয়ার জালমিকে। ঐ ম্যাচেই প্রথমবারের মতো লাহোরের জার্সিতে মাঠে নেমেছেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান।

বর্তমানে পিএসএল খেলছেন সাকিব-রিশাদ

চলতি বছর পিএসএলে ড্রাফট থেকে দল পান বাংলাদেশের তিন তারকা লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। চোটের কারণে লিটন কোন ম্যাচ না খেলেই ফিরে আসেন। রিশাদকে লাহোরের হয়ে পাঁচ ম্যাচে মাঠে দেখা যায়। নাহিদ খেলতে গেলেও ম্যাচ পাননি। ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে গত ৯ মে বন্ধ হয়ে যায় পিএসএল। তখন বিশেষ ব্যবস্থায় দেশে ফেরেন নাহিদ-রিশাদ। বর্তমান সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে দেশটিতে দলের সঙ্গে আছেন তারা। এবারের পিএসএলে আর তারা যোগ দিচ্ছেন না।

কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিতে পিএসএলে ডাক পান সাকিব আল হাসান। লাহোরের হয়ে গত রাতেই মাঠে নেমেছেন তিনি। এবার মিরাজকেও খেলতে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

মিরাজ এখন পর্যন্ত ১৫৩টি টি–টোয়েন্টি ম্যাচে ৭.৫৫ ইকোনমি রেটে ১০৭টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ২০৯৯ রান, যার মধ্যে রয়েছে সাতটি হাফসেঞ্চুরি। পিএসএল অভিষেকের জন্য এখন শুধু প্রয়োজন বিসিবির সবুজ সংকেত। অনাপত্তিপত্র পেলেই লাহোর কালান্দার্সের হয়ে মাঠে দেখা যেতে পারে এই তরুণ অলরাউন্ডারকে।

Leave a Reply

scroll to top