প্রাইম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

New-Project-23-4.jpg

প্রাইম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজের হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

২৪ ঘণ্টা বাংলাদেশ জাবি প্রতিনিধি

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতাকর্মীরা। রোববার (২০ এপ্রিল) রাত ২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক রোজেনসহ চার শতাধিক নেতাকর্মী।

এ সময় নেতাকর্মীরা “জালাও রে জালাও আগুন জ্বালাও”, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান”, “আমার ভাই মরলো কেন? জবাব চাই”, “জিয়ার সৈনিক এক হও, লড়াই করো”, “সন্ত্রাসীদের আস্তানা এই বাংলায় হবে না”, “হই হই রই রই ছাত্রলীগ গেলি কই”—প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “প্রাইম এশিয়া ইউনিভার্সিটির মেধাবী ছাত্র এবং ছাত্রদলের সাহসী নেতা জাহিদুল ইসলাম পারভেজ-কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ সন্ত্রাসীদের দখলে, এবং সরকারদলীয় ক্যাডারদের দৌরাত্ম্যে সাধারণ শিক্ষার্থী ও বিরোধী মতাদর্শের কর্মীরা নিরাপত্তাহীন। ছাত্রদল কখনোই এই অন্যায় ও বর্বরতার কাছে মাথা নত করেনি, করবেও না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, পারভেজের হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একইসঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী এই বর্বরতার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলবে এবং শহীদ পারভেজের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না।”

তিনি আরও বলেন, “জাহিদুল ইসলাম পারভেজের রক্ত যেন এই স্বৈরাচারী সরকারের পতনের আগুন হয়ে জ্বলে ওঠে—এই প্রত্যয়েই আমরা শপথ গ্রহণ করছি।”

এ বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ বলেন, “প্রাইম এশিয়া ইউনিভার্সিটির মেধাবী ছাত্র এবং ছাত্রদলের সাহসী নেতা জাহিদুল ইসলাম পারভেজকে বর্বরোচিত ও নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই জঘন্য হত্যাকাণ্ড কেবল একজন ছাত্রনেতাকেই নয়, বরং আমাদের গণতন্ত্র, মতপ্রকাশের অধিকার ও ছাত্র রাজনীতির পবিত্রতাকেও হত্যা করেছে। আজকের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, আমরা এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি—এই হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমাদের সহযোদ্ধা পারভেজের রক্ত যেন বৃথা না যায়, সেটাই আমাদের অঙ্গীকার। ছাত্রদল কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, করবেও না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এবং সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, ছাত্রদল হুঁশিয়ারি দিয়ে বলেছে—এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের দ্রুত গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

scroll to top