জুলাই-আগস্ট মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান গণঅভ্যুত্থানে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। হামলাকারী হিসেবে অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবি তুলে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদ ও অমর একুশে ভাস্কর্য এলাকা অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা “উই ওয়ান্ট জাস্টিস”, “ছাত্রলীগের সন্ত্রাসীদের হুঁশিয়ারি”, “বিচার চাই, ছাত্রলীগের বিচার চাই”, “ছাত্রলীগের ঠিকানা জাহাঙ্গীরনগরে হবে না” প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে অবাধে ঘুরে বেড়াচ্ছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা হলে হলে অবস্থান করছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বসে আছে। এরকম অনিরাপদ পরিস্থিতিতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে।
আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, অনতিবিলম্বে জুলাই-আগস্টের হামলায় জড়িত ছাত্রলীগের বিচার কাজ সম্পন্ন করতে হবে। নইলে আমরা শিগগিরই প্রশাসনিক ভবন অবরোধের ডাক দিতে বাধ্য হবো।”
এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি চর্চার একটি পবিত্র ক্ষেত্র। এখানে কোনো সন্ত্রাসী শক্তির স্থান হবে না। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ থেকে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক। যদি প্রশাসন ব্যর্থ হয়, তবে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।”
সমাবেশে শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত থেকে বিচার দাবি করে একাত্মতা প্রকাশ করেন। তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং ন্যায়বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।