সাংবাদিকদের ঈদ বোনাস ও বেতন পরিশোধ এবং ছুটি বৃদ্ধির দাবি

সাংবাদিক ইউনিয়ন, ঈদুল আজহা, বেতন-বোনাস, ছুটি বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাংবাদিকদের চলতি মাসের বেতন ও বোনাস প্রদান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে সংবাদপত্রে ছুটি বৃদ্ধির দাবি জানিয়েছে।

শনিবার বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে এ দাবি উত্থাপন করেন।

নেতৃবৃন্দ বলেন, ঈদুল আজহার ছুটি ঘনিয়ে আসছে, কিন্তু অনেক সংবাদপত্র প্রতিষ্ঠান এখনও সাংবাদিকদের বেতন ও ভাতা পরিশোধ করেনি। কিছু প্রতিষ্ঠান নিয়ম-কানুন উপেক্ষা করে নামমাত্র বেতন প্রদান করলেও ঈদের বোনাস ও বেতন পরিশোধে টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছে।

সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান। অন্যথায়, সরকারি সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।

Leave a Reply

scroll to top