জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচি নিয়ে কেলেঙ্কারির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হুমকির শিকার হয়েছেন। ‘জাগো নিউজ’-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সৈকত ইসলাম অভিযোগ করেছেন, ‘সময়ের আলো’-এর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ তাকে হুমকি প্রদান করেছেন।
তথ্য সূত্র জানায়, গত ২৪ এপ্রিল ‘জাগো নিউজ টুয়েন্টিফোর ডট কম’-এ “আওয়ামী এমপিকে পুনর্বাসন/ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে জাবিতে ছাত্রদলের ভ্যাকসিন কর্মসূচি স্থগিত” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদানের নামে অর্থ লেনদেন ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা প্রকাশিত হয়।
প্রতিবেদনটি প্রকাশের পরপরই ব্যাপক আলোচনার সৃষ্টি হলে, সময়ের আলোর সাংবাদিক সাব্বির আহমেদ সৈকত ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। অভিযোগ রয়েছে, তিনি কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাসির উদ্দীন নাসিরের সম্পৃক্ততা নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করেন এবং প্রতিবেদন না সরালে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। পরে, অজ্ঞাত কারণে জাগো নিউজ থেকে উক্ত প্রতিবেদন সরিয়ে ফেলা হয়।
সৈকত ইসলাম জানান, তিনি সমস্ত প্রমাণ ও বক্তব্য যাচাই করে অফিসের নীতিমালা অনুযায়ী সংবাদটি প্রকাশ করেছিলেন। তিনি বলেন, “ভিন্ন কোনো গণমাধ্যমের সাংবাদিক অভিযুক্তদের পক্ষ নিয়ে এভাবে চাপ প্রয়োগ বা হুমকি দিতে পারে না। এটি স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি।”
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন এক বিবৃতিতে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা বাকস্বাধীনতার যে পরিবেশ তৈরি করেছিলাম, তা রক্ষার জন্য আজও সংগ্রাম করতে হচ্ছে। বিগত পনেরো বছরে ফ্যাসিবাদী শাসনের কারণে মুক্ত চিন্তা ও মতপ্রকাশের অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে।”
বাগছাস আরও উল্লেখ করে, “জাবির সাংবাদিকরা নানা বাধা সত্ত্বেও সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশ করে আসছেন। অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করার যে অপচেষ্টা চলছে, তা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।” সংগঠনটি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক সৈকত ইসলামসহ সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।