হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচয়ে একদল ব্যক্তি দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিক ইমদাদ হোসাইনকে অপহরণ করেছে। পরে তার সাংবাদিক পরিচয় জানার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২১ মে ২০২৫) দিবাগত রাত একটার দিকে।
বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকালে ফেসবুক লাইভে ইমদাদ হোসাইন ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, তিনি তার প্রবাসী মামাকে বিমানবন্দর থেকে রিসিভ করতে গিয়েছিলেন। ফেরার সময় কাওলা এলাকায় একটি রাইড শেয়ারিং সার্ভিসের (পাঠাও) মোটরবাইকে ওঠার পর একটি সাদা মাইক্রোবাস তাদের পথরোধ করে। মাইক্রোবাস থেকে নামা কয়েকজন ব্যক্তি তাকে জোর করে গাড়িতে তুলে নেয় এবং বাইকের চাবি ছিনিয়ে নেয়।
ইমদাদ হোসাইন জানান, গাড়ির ভেতরে অপহরণকারীরা তার হেলমেট খুলে মারধর শুরু করে। তার চোখ বেঁধে মানিব্যাগসহ ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি করে এবং বারবার ‘গোল্ড কোথায়?’ বলে জিজ্ঞাসা করে। একপর্যায়ে একজন তার মাথায় পিস্তল ধরে হুমকি দেয়। তিনি যখন জানান যে তিনি দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিক, তখন অপহরণকারীরা কিছুটা শান্ত হয়। ফিসফিস করে আলোচনার পর তারা তাকে আজমপুরে নামিয়ে দেয় এবং তার জিনিসপত্র ফেরত দেয়। তারা দাবি করে, ভুল তথ্যের ভিত্তিতে তাকে তুলে নেওয়া হয়েছিল।
ঘটনাস্থলে ফিরে ইমদাদ দেখেন, বাইকচালক পুলিশের সঙ্গে কথা বলছেন। বাইকচালক জানান, তিনি ভয় পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেছিলেন। ইমদাদ হোসাইন বলেন, “এই ঘটনার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
তিনি জানান, ঘটনার রাতেই তিনি তার কর্মস্থল ‘আমার দেশ’ পত্রিকার কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত র্যাব বা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।