অনলাইন মিউজিক কোম্পানিতে চাকরির সুযোগ, রয়েছে উৎসব বোনাস

New-Project-14-10.jpg

অনলাইন মিউজিক কোম্পানিতে চাকরির সুযোগ

২৪ ঘণ্টা বাংলাদেশ

হিসাবরক্ষণ ও প্রশাসন বিভাগে একজন অভিজ্ঞ পুরুষ হিসাবরক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা (Accountant & Admin) নিয়োগ দিতে যাচ্ছে রাজধানীর শান্তিনগর এলাকায় অবস্থিত অনলাইন মিউজিক ডিস্ট্রিবিউশনভিত্তিক প্রতিষ্ঠান পথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০১৪ সাল থেকে অনলাইন সেবাদানে কার্যক্রম চালিয়ে আসছে এবং ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। বর্তমানে দক্ষ ও অভিজ্ঞ জনবল দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম: হিসাবরক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ১টি

আবেদনের আবশ্যক যোগ্যতা

আবেদনকারীর অবশ্যই ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) অথবা মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের ২ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষত আইটি-নির্ভর সেবাক্ষেত্রে (IT Enabled Services) কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনকারীর বয়সসীমা: বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৫ থেকে ৩৫ বছর।

দায়িত্ব ও কার্যপরিধি

হিসাবরক্ষণ (Accounting) বিভাগে:

  • নগদ ভাউচার, নগদ বই, পেটি ক্যাশ, ব্যাংক বই, জার্নাল এন্ট্রি ও ট্রায়াল ব্যালেন্স সংরক্ষণ।
  • Zoho Books ও Excel ফাইলে আর্থিক তথ্য সংরক্ষণ।
  • নগদ লেনদেন তদারকি, অর্থের চাহিদা তৈরি এবং বাজেট ব্যবস্থাপনায় সহায়তা।
  • গ্রাহকদের ইনভয়েস পাঠানো এবং বকেয়া আদায়ে নিয়মিত ফলোআপ।
  • ব্যাংক বিবরণী মিলিয়ে দেখা এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত।
  • প্রতি মাসে নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল এবং বেতন ও ভাতা নির্ধারণ।

প্রশাসনিক (Admin) বিভাগে:

  • অফিস পরিচালনা ও জিনিসপত্র রক্ষণাবেক্ষণ।
  • মিটিং, অ্যাপয়েন্টমেন্ট ও ইভেন্ট শিডিউল করা।
  • ইভেন্ট আয়োজন ও কর্মকর্তাদের সহায়তা প্রদান।
  • অফিসের নিরাপত্তা নিশ্চিতকরণ ও জরুরি অবস্থার জন্য প্রস্তুতি।
  • রিপোর্ট, প্রেজেন্টেশন ও নীতিনির্ধারণে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত।
  • অফিসের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ তদারকি।

দক্ষতা ও অভিজ্ঞতা

আগ্রহী প্রার্থীর Zoho Books, Excel, হিসাবরক্ষণ সফটওয়্যার, ভ্যাট ও ট্যাক্স ব্যবস্থাপনায় পারদর্শিতা থাকতে হবে। এছাড়া পদ সংশ্লিষ্ট বিষয়ে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে

সুবিধাসমূহ

  • আংশিক খরচে লাঞ্চ সুবিধা
  • বছরে একবার বেতন বাড়ানোর পর্যালোচনা
  • দুটি উৎসব ভাতা
  • কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

কর্মস্থল: ঢাকা (শান্তিনগর) এর অফিসে সরাসরি কাজ করতে হবে (Work at Office)।
প্রার্থীর ধরণ: কেবলমাত্র পুরুষ প্রার্থীদের জন্য।
চাকরির ধরণ: পূর্ণকালীন (Full Time)

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ক্লিক করুন এখানে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি জানতে যোগাযোগ করুন প্রতিষ্ঠানটির অফিসিয়াল মাধ্যমে।

আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

Leave a Reply

scroll to top