জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান ‘অধিকতর উন্নয়ন প্রকল্প’-এর আওতায় পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নির্মাণ কার্যক্রমের বিরুদ্ধে উদ্বেগ জানিয়ে জীববৈচিত্র্য ও অতিথি পাখিদের নিরাপদ আবাস রক্ষায় একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবি শাখা।
মঙ্গলবার (১২ মে) সংগঠনটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এতে চলমান উন্নয়ন কাজের ফলে অতিথি পাখির আবাসস্থল এবং চলাচলের পথ বিপন্ন হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
স্মারকলিপিতে ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন,
“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম জীববৈচিত্র্যময় ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ ক্যাম্পাস। শীত মৌসুমে এখানে হাজারো অতিথি পাখি এসে আশ্রয় নেয়, যা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও পরিবেশপ্রেমীদের জন্য এক দৃষ্টিনন্দন দৃশ্য। অথচ অপরিকল্পিত নির্মাণে সেই পরিবেশ আজ হুমকির মুখে।”
তারা দাবি করেন, উন্নয়ন প্রকল্পের আওতায় যেসব স্থাপনা নির্মিত হচ্ছে, সেগুলো পরিকল্পনাহীনভাবে গৃহীত হওয়ায় অতিথি পাখির চলাচলের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হচ্ছে এবং সম্ভাব্য বাসস্থানগুলো ধ্বংস হচ্ছে। এর ফলে ভবিষ্যতে পাখিরা ক্যাম্পাসে আর না-ও ফিরে আসতে পারে।
তিন দফা দাবি উত্থাপন
১. পরিবেশ-সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করে সেখানে আপাতত নির্মাণ বন্ধ রাখা।
২. অতিথি পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় একটি পরিবেশবান্ধব মাস্টারপ্ল্যান প্রণয়ন।
৩. মাস্টারপ্ল্যানে পাখিদের চলাচলের পথ ও আবাস সংরক্ষণের সুস্পষ্ট নির্দেশনা রাখা।
সংগঠনটি স্পষ্ট করে জানায়,
“এটি শুধুমাত্র পাখির স্বার্থে নয়, সমগ্র ক্যাম্পাসের পরিবেশ, বনাঞ্চল ও বন্যপ্রাণীর সুরক্ষার স্বার্থে মাস্টারপ্ল্যান ছাড়া উন্নয়ন প্রকল্প চালানো উচিত নয়।”
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাখিপ্রেমী এবং প্রকৃতিপ্রেমীদের কাছে ‘অতিথি পাখির স্বর্গ’ হিসেবে পরিচিত। প্রতিবছর নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হাজারো অতিথি পাখি বিশ্ববিদ্যালয়ের লেক ও বনাঞ্চলে আশ্রয় নেয়।