ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও পণ্য বিক্রি বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ

New-Project-2-7.jpg
পিরোজপুর প্রতিনিধি

ফিলিস্তিনে ইসরাইলী বাহিনী কর্তৃক নিশংস হামলা,গণহত্যা ও ইসরাইলি পণ্য বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা পিরোজপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা, “ফিলিস্তিন মুক্তি পাক,সন্ত্রাসী ইসরাইল নিপাত যাক”সহ ইসরাইলি পণ্য বয়কট করার জন্য বিভিন্ন স্লোগান দেয়।অনেকের হাতে ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন ধরনের প্রতিবাদ সম্বলিত প্লাকার্ড লেখা সহ গণহত্যা ও বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিভিন্ন রকমের বার্তা লেখা দেখতে পাওয়া যায়।

পরে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি জুবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন,পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সহ-সভাপতি নজরুল আহসান ও হাফেজ মোহাম্মদ মাহমুদ হাসান।

এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজা,রাফায় ইসরাইলি দখলদার বাহিনীর নিশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যা চালিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ ফিলিস্তিনি নর-নারী,নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সহ বিশ্বের সকল মুমিন মুসলিমদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য সকল মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।

ফিলিস্তিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে যে সকল কোম্পানি ইসরাইলি মালিকানাধীন ও আর্থিকভাবে তাদেরকে সহায়তা করে এমন সব কোম্পানির পণ্য বয়কট ও নিষিদ্ধ করার জোর দাবি জানানো হয়।

মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আল আকসা মসজিদ ইসলামের প্রথম কেবলা ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে ইসরাইলি বাহিনীর বর্বরতা,মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা অবিলম্বে বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর হস্তক্ষেপ এর আহ্বান জানান।প্রয়োজনে ইসলামী দেশগুলোকে একত্রিত হয়ে জাতিসংঘের মাধ্যমে সন্ত্রাসী ইসরাইল বাহিনীকে তাদের নিশংসতা ও গণহত্যা বন্ধে বাধ্য করা সহ কার্যকরী পদক্ষেপের আহ্বান জানানো হয়।

Leave a Reply

scroll to top