অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া এবং রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি মনে করেন, এই দুই উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত এবং ভবিষ্যতে সরাসরি রাজনীতিতে যুক্ত হতে পারেন, তাই তাদের বর্তমান পদে থাকা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।
আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ইশরাক হোসেন তার নেতাকর্মীদের প্রতি এই নির্দেশনা দেন। তিনি লেখেন, “আন্দোলনকারী ভাইদের বলবো- এসব মূলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।”
এদিন সকালে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। আদালতের এই আদেশের পর আইনজীবী কায়সার কামাল বলেন, রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তার মানে দাঁড়ালো, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো বাধা থাকলো না।
এদিকে, হাইকোর্ট রিট খারিজ করে দেওয়ায় আন্দোলনরত বিএনপির নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা স্লোগান দেন, ‘এই মুহূর্তে খবর এলো, ইশরাক মেয়র হলো’, ‘এই মাত্র খবর এলো, জনগণের বিজয় হলো’।
এর আগে, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গতকাল বুধবার সকাল থেকে কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান শুরু করেন। দিনভর অবস্থানের পর তারা সারারাত সেখানে অবস্থান করেন। এরপর সন্ধ্যায় অবস্থান কর্মসূচিতে গিয়ে ইশরাক হোসেন ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং মধ্যরাত পর্যন্ত তিনি নেতাকর্মীদের সঙ্গে সড়কে অবস্থান করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইশরাক হোসেনের নতুন এই নির্দেশনা আন্দোলনকে আরও তীব্র করতে পারে। তিনি বলছেন, এই আন্দোলন শুধু তার ব্যক্তিগত অধিকারের জন্য নয়, বরং এটি দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের মৌলিক প্রশ্নে পরিণত হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথের দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এই আন্দোলনের কারণে রাজধানীতে সাধারণ মানুষদের চলাচলে বেশ বেগ পোহাতে হচ্ছে।