ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের মাঠে গড়াতে যাচ্ছে ১৭ মে থেকে। বিসিসিআইয়ের নতুন ঘোষণায় জানানো হয়েছে, ১৭ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে চলতি আইপিএল আসর।
নতুন সূচি অনুযায়ী, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ জুন। তার আগে প্রথম কোয়ালিফায়ার ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন অনুষ্ঠিত হবে। যদিও গ্রুপ পর্বের ম্যাচগুলোর ভেন্যু চূড়ান্ত, প্লে-অফের ভেন্যু এখনো নির্ধারণ করেনি বোর্ড।
এর আগে, গত ৯ মে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা ও হামলার প্রেক্ষিতে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করে বিসিসিআই। বিশেষ করে ৮ মে ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব-দিল্লি ম্যাচ চলাকালে ব্ল্যাকআউটের ঘটনায় টুর্নামেন্টে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এরপর জরুরি সভায় টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিসিআই এক বিবৃতিতে জানায়, “সরকার, নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা শেষে আইপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
প্লে-অফ সূচি
এখনও বাকি রয়েছে ১২টি লিগ ও ৪টি প্লে-অফ ম্যাচ। বিরতির পর টুর্নামেন্টে মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১২টি লিগ এবং ৫টি প্লে-অফ ম্যাচ। তবে প্লে-অফের ভেন্যু এখনও ঘোষণা করেনি বিসিসিআই। ধারণা করা হচ্ছে, এসব ম্যাচের ক্ষেত্রেও ভেন্যুতে পরিবর্তন আসতে পারে।
- ২৯ মে: প্রথম কোয়ালিফায়ার
- ৩০ মে: এলিমিনেটর
- ১ জুন: দ্বিতীয় কোয়ালিফায়ার
- ৩ জুন: ফাইনাল
ভেন্যুতে বড় পরিবর্তন
বিসিসিআই জানিয়েছে, চেন্নাই, হায়দরাবাদ ও ধর্মশালায় আর কোনো ম্যাচ রাখা হয়নি। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬টি ভেন্যুতে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই ও আহমেদাবাদ। কলকাতায় কোনো ম্যাচ রাখা হয়নি, কারণ দলটির লিগপর্বের ম্যাচ আগেই শেষ হয়ে গেছে। পাঞ্জাব কিংস তাদের হোম ভেন্যু পরিবর্তন করে বাকি দুটি ম্যাচ খেলবে জয়পুরে।
বিদেশি খেলোয়াড় নিয়ে অনিশ্চয়তা
আসরের দ্বিতীয় পর্বে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। অনেক আন্তর্জাতিক ক্রিকেটারই নিজ নিজ দেশের বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যস্ত থাকায় কিছু দলে খেলোয়াড় সংকট দেখা দিতে পারে। এভাবে নানা নাটকীয়তা পেরিয়ে আবার মাঠে ফিরছে আইপিএল, যার দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।
পয়েন্ট টেবিল হালনাগাদ
- গুজরাট টাইটানস ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
- সমান পয়েন্টে, তবে নেট রানরেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
- পাঞ্জাব কিংস ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয়।
- মুম্বাই ইন্ডিয়ান্স (১৪), দিল্লি ক্যাপিটালস (১৩), কলকাতা নাইট রাইডার্স (১১) ও লখনউ সুপার জায়ান্টস (১০) এখনো প্লে-অফ দৌড়ে টিকে আছে।
- অন্যদিকে, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস ইতোমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে।