বিএনপি মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস থাকলে তা সফলভাবে পরিচালিত হতে পারে। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন।
‘অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন’ আয়োজিত এই সভায় ডা. জাহিদ হোসেন বলেন, “মানুষ ড. ইউনূসের পেছনে আছে। কিন্তু কিছু ব্যক্তি এবং গোষ্ঠী তাকে উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। এখনো সময় আছে, এই অপপ্রচার বন্ধ করুন। রাজনীতিবিদদের প্রতিপক্ষ বানিয়ে কোনো সুফল মিলবে না।”
তিনি উপদেষ্টা পরিষদের সদস্যদের উদ্দেশে বলেন, “আপনারা যা খুশি তাই করছেন। দেশের ভেতর দিয়ে কারা চলাচল করবে—সে সিদ্ধান্ত নিচ্ছেন এমনভাবে যেন দেশটা আপনাদের ব্যক্তিগত সম্পত্তি। অথচ এসব দায় এখন চাপিয়ে দেওয়া হচ্ছে ড. ইউনূসের ঘাড়ে। তাকে বিতর্কিত করার পেছনে উপদেষ্টা পরিষদের অনেক সদস্য জড়িত।”
বিএনপি নেতা বলেন, “অতীতকে অস্বীকার করা উচিত নয়। ৪৭ না হলে ৭১ হতো না, ৭১ না হলে আজকের বাংলাদেশ হতো না। ইতিহাসের ধারাবাহিকতা মানতে হবে। এককভাবে কিছু করতে চাইলে আপনাদের অবস্থাও পতিত স্বৈরাচার সরকারের মতো হতে পারে।”
উপদেষ্টাদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আপনারা উপদেষ্টা হয়েছেন নির্বাচনের জন্য, কিন্তু আপনাদের গত ১৮ বছরের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য ছিল না। আজ এসি কক্ষে বসে পুলিশের নিরাপত্তায় চলছেন, ভাবছেন আপনারাই দেশের হর্তাকর্তা।”
ড. ইউনূস প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “তিনি নিজের মুখে কিছু বলেন না। তার সহকারী বা প্রেস সেক্রেটারি কিছু বললে পরে আবার তা ডিলিট করে দেয়। এতে মনে হচ্ছে, আমরা যেন এক অনির্বাচিত ‘মগের মুল্লুকে’ বসবাস করছি।”
তিনি আরও বলেন, “আজ আন্দোলন হচ্ছে উপদেষ্টাদের বিরুদ্ধেই, কারণ তারা আইন-আদালতের প্রতি শ্রদ্ধাশীল নন। যখন আদালতের রায় পক্ষে যায়, তখন ভালো লাগে, বিপক্ষে গেলে ফেসবুকে স্ট্যাটাস দেন—এই আচরণ শেখ হাসিনার মানসিকতার প্রতিফলন।”
বাংলাদেশ সেনাবাহিনী প্রসঙ্গে তিনি বলেন, “সেনাবাহিনী আমাদের গর্ব। যারা তাদের বিতর্কিত করতে চায়, তারা নিজেরাই বিতর্কিত হয়ে পড়বে। দাবি করার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাঝরাতে যমুনা ঘেরাও করা কোনো যৌক্তিক পন্থা নয়।”
সভায় সভাপতিত্ব করেন অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিন। উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।