ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) ভারতের বার্তাসংস্থা পিটিআই-এর বরাতে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন অনুযায়ী, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভির নির্দেশে এই অভিযান শুরু হয় এবং এটি এক ঐতিহাসিক সাফল্যে পরিণত হয়। আহমেদাবাদ শহর থেকে প্রায় ৮৯০ জন এবং সুরাত থেকে ১৩৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু সবাই রয়েছে।
গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন রাজ্য মন্ত্রী। এই নির্দেশ উপেক্ষা করলে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেফতার করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেছেন তিনি। পাশাপাশি, অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
সুরাত পুলিশের যুগ্ম কমিশনার রঘবেন্দ্র ভাটস জানান, বিভিন্ন বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে তারা সাফল্য অর্জন করেছেন। অবৈধ অভিবাসীদের শনাক্ত করে তাদের পরিচয় যাচাই করা হচ্ছে, এবং প্রক্রিয়া শেষে দ্রুত তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এ অভিযানে গুজরাট সরকার একটি কঠোর বার্তা দিয়েছে—দেশে অবৈধভাবে বসবাসকারীদের প্রতি কোনো ছাড় দেওয়া হবে না। একইসাথে, যারা তাদের আশ্রয় দেয়, তারাও আইনের আওতায় আসবে।