ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় সরকার: পার্বত্য উপদেষ্টা

New-Project-15-4.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে বর্তমান সরকার। তিনি বলেন,”সরকার দেশের সম্পদ বিনষ্ট ও অপচয় রোধ করে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ক্ষতিকর ও দুষ্টচক্রের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে চায়।”

 শুক্রবার(৯ মে ২০২৫) রাঙ্গামাটি জেলা সদরের রাজবন বিহার কমপ্লেক্স ভবনে বৈশাখী পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ধর্মীয় উপাসকদের উদ্দেশে সুপ্রদীপ চাকমা আরও বলেন, “সৎকর্ম যারা করেন ও কীর্তিমান, তাদের মৃত্যু নেই। আমাদের সৎকর্ম করতে হবে, যাতে পরজীবনে শান্তি ভোগ করতে পারি। একজন মানুষের জীবন সার্থক তখনই হয়, যখন সে বিশ্বব্রহ্মাণ্ডের সব প্রাণীর কল্যাণে নিজেকে উৎসর্গ করে।”

অনুষ্ঠানে সদ্যপ্রয়াত নবারুণ চাকমার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় উপদেষ্টা বলেন, “মানুষের জীবন, কর্ম, জ্ঞান ও মৃত্যু সবকিছুই স্মরণযোগ্য হয় তার কর্মফলের ভিত্তিতে। যে যেমন কর্ম করবে, সে তেমন ফল ভোগ করবে। তাই নিজেদের কল্যাণে ও দেশের কল্যাণে পাপাচার থেকে বিরত থাকতে হবে।”

ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে উপদেষ্টা নিজে দান-দাতব্য কার্যক্রমে অংশ নেন এবং পরবর্তীতে সৎকর্ম, সৎ চিন্তা ও মৈত্রীর প্রসার কামনায় প্রার্থনায় অংশ নেন। এ সময় তার সহধর্মিণী নন্দিতা চাকমা উপস্থিত ছিলেন।

Leave a Reply

scroll to top