বাগরেহাটে সাবেক সংসদ সদস্য শখে হলোল উদ্দীন ও তার সহযোগী তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। মামলাটি গত সোমবার বাগরেহাট সদর মডেল থানায় দায়ের করেন বাগরেহাটের বসুন্ধরা রিয়েল স্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার।
এ মামলায় শখে হলোল উদ্দীন এবং তার ছেলেসহ অন্য অভিযুক্তরা হলেন শখে তন্ময় (বাগরেহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য), এবং তাদের ব্যক্তিগত সহকারী মো. ফরিদুল ইসলাম, শাহীন ও শহীদুল ইসলাম।
পুলিশ সূত্রে খবর
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে শখে হলোল উদ্দীন, শখে সারহান নাসের তন্ময়সহ পাঁচজন আব্দুল মান্নান তালুকদারের অফিসে গিয়ে ২০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, মিথ্যা মামলায় জড়ানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ভীতি দেখিয়ে তারা সাত কোটি ত্রিশ লাখ টাকা নিয়ে চলে যান।
এরপর ২০১৯ সালের ৩ জানুয়ারি আসামিরা ফের আব্দুল মান্নান তালুকদারের অফিসে এসে বাকি টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকে এবং আরও ১২ কোটি ৭০ লাখ টাকা চাঁদা দাবি করে।
মামলার এজহার
এ মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, দুই দফায় ভয়ভীতি দেখিয়ে আসামিরা মোট ৮৩ কোটি টাকা চাঁদা আদায় করেছে। এর মধ্যে শহীদুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বাগরেহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ-উল-হাসান জানিয়েছেন, অভিযুক্ত শহীদুল ইসলাম কারাগারে থাকাকালীন আব্দুল মান্নান তালুকদারের প্রতিষ্ঠানের সমস্ত দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।