দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে চার শিক্ষার্থী ও এক নারীসহ মোট ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লায় ২ শিক্ষার্থীসহ চারজন, কিশোরগঞ্জে এক নারীসহ ৩ জন, নেত্রকোনায় এক শিক্ষার্থী এবং সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে এক শিক্ষার্থী , হবিগঞ্জের বানিয়াচং দুর্বাসা দাস (৩৫) নামে এক শ্রমিক, চাঁদপুরে বিশাখা রানী (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
কুমিল্লা
২৪ ঘণ্টা বাংলাদেশে‘র কুমিল্লা সংবাদদাতা জানিয়েছে, কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার এসব ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তারা। জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তারা বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পয়ালগছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বিপ্লব। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা মেঘের মধ্যে শিশুরা মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই কিশোর হলো পয়ালগাছা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতিন সায়মন হোসেন (১৩)।
কিশোরগঞ্জ
২৪ ঘণ্টা বাংলাদেশে‘র কিশোরগঞ্জ সংবাদদাতা জানিয়েছে, কিশোরগঞ্জের হাওর বেষ্টিত ২ উপজেলা মিঠামইন ও অষ্টগ্রামে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন কৃষক ও একজন নারী। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯ টার দিকে জেলার মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে খড় শুকাতে গিয়ে ফুলেছা বেগম (৬৫) নামে এক নারী বজ্রপাতে নিহত হন। এছাড়া সকাল ১০টার দিকে জেলার অষ্টগ্রাম উপজেলার হালালপুর হাওরে ধান কাটার সময় ইন্দ্রজীত দাস (৩৬) ও কলমা হাওরে ধান কাটার সময় স্বাধীন মিয়া (১৪) নামের দুই কৃষক নিহত হন। নিহত কৃষাণী ফুলেছা বেগম (৬৫) মিঠামইনে উপজেলার রাণীগঞ্জ কেওয়ারজোড় এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী। এছাড়া ইন্দ্রজীত দাস (৩৬) অষ্টগ্রাম উপজেলার হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে এবং স্বাধীন মিয়া (১৪) একই উপজেলার খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
মিঠামইন থানার উপপরিদর্শক অর্পন বিশ্বাস জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে ধানের খড় শুকাচ্ছিলেন ফুলেছা বেগম। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ২৪ ঘন্টা বাংলাদেশ কে জানান, সোমবার সকাল ১০টার দিকে কৃষক ইন্দ্রজীত দাস বাড়ির পাশে হালালপুর হাওরে ধান কাটছিলেন। এসময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক ইন্দ্রজীত দাসের মৃত্যু হয়। একই সময় উপজেলার খয়েরপুর হাওরে কৃষক স্বাধীন মিয়া ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন।
সুনামগঞ্জ
২৪ ঘণ্টা বাংলাদেশে‘র সুনামগঞ্জ সংবাদদাতা জানিয়েছে, সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১ নম্বর আটগাঁও ইউনিয়নে বজ্রপাতে রিমন তালুকদার (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে একটি গরুও মারা যায়।
নেত্রকোনা
২৪ ঘণ্টা বাংলাদেশে‘র নেত্রকোনা সংবাদদাতা জানিয়েছে, মদনে বজ্রপাতে সোমবার ভোরে আরাফাত (১০) নামের এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। আরাফাত উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামের মো. আব্দুস ছালাম মিয়ার একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফাত বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। ফজরের নামাজের পর নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতের কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হবিগঞ্জ
২৪ ঘণ্টা বাংলাদেশে‘র হবিগঞ্জ সংবাদদাতা জানিয়েছে, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে বজ্রপাতে দুর্বাসা দাস (৩৫) নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। সোমবার সকালে এই ঘটনা ঘটে। তাদের উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
চাঁদপুর
২৪ ঘণ্টা বাংলাদেশে‘র চাঁদপুর সংবাদদাতা জানিয়েছে, চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতের বিকট শব্দে বিশাখা রানী (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলার উত্তর ইউনিয়নের নাহারা গ্রামে এ ঘটনা ঘটে। বিশাখা ওই এলাকার কৃষক হরিপদ সরকারের স্ত্রী।