ঢাবি ক্যাম্পাসে ইলেকট্রিক পরিবহন চালু

New-Project-15-5.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হলো পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহন। ‘গ্রীন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে সোমবার (১২ মে ২০২৫) সকাল ১০টা থেকে পরীক্ষামূলকভাবে ক্যাম্পাসে চারটি ইলেকট্রিক যান চলাচল শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি যাত্রায় ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০ টাকা ও সর্বোচ্চ ২০ টাকা।

ইলেকট্রিক যানগুলো পরিচালনার দায়িত্বে থাকবেন একজন স্বেচ্ছাসেবক, যিনি গ্রীন ফিউচারের হয়ে ভাড়া আদায় ও যাত্রীসেবার কাজ করবেন।

প্রথম পর্যায়ে কুয়েত মৈত্রী হল এবং আশপাশের হলগুলোর শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।

গ্রীন ফিউচার ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ শাহেদ ইমন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচল সহজ, নিরাপদ ও পরিবেশবান্ধব করতেই আমাদের এ প্রচেষ্টা। আমরা চাই, এই উদ্যোগ সফল হলে পুরো ক্যাম্পাসে নিয়মিতভাবে এই সেবা চালু করতে।”

বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ওয়াহিদ ইসলাম বলেন, “ক্লাস, গ্রুপ স্টাডি বা লাইব্রেরিতে যাওয়ার সময় অনেক সময় হেঁটে যাওয়া কষ্টকর হয়ে পড়ে। এই ইলেকট্রিক যানগুলো আমাদের জন্য বড় সহায়তা হবে। পরিবেশবান্ধব হওয়ায় এটি দায়িত্বশীল ও সময়োপযোগী উদ্যোগ।”

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, এমন উদ্যোগে তাঁরা দারুণ খুশি এবং এ সেবাটি স্থায়ীভাবে চালু রাখার দাবি জানিয়েছেন।

Leave a Reply

scroll to top