ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্স পরীক্ষায় ৩.৯৭ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ!… মাস্টার্সের শুরুটা সহজ হলেও মাঝামাঝি সময়ে এসে জুলাই আন্দোলনের নিশ্চয়তা-অনিশ্চয়তার দোলাচলে মাস্টার্সের জার্নিটাও অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছিল বলা চলে। তেমন অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে প্রথম হওয়ার অনুভূতি অন্য সময়ের চেয়ে তো কিছুটা আলাদাই।’
লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মহিউদ্দিন খান স্নাতক পর্যায়েও ৩.৯৩ সিজিপিএ পেয়ে বিভাগে প্রথম হয়েছিলেন। মাস্টার্সেও নিজের সাফল্যের ধারা ধরে রাখলেন তিনি।
শিক্ষা জীবনের ধারাবাহিক এই সাফল্যে বন্ধু ও পরিচিতজনেরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক মাধ্যমে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, চলমান বিতর্কের মধ্যেও মহিউদ্দিনের এই একাডেমিক অর্জন শিক্ষক-শিক্ষার্থীদের দৃষ্টিও কেড়েছে।