ভিসিকে ‘মবোক্রেসির জনক’ বললেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ

New-Project-4-9.jpg

ভিসিকে ‘মবোক্রেসির জনক’ বললেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে ‘মবোক্রেসির জনক’ আখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়। একই সঙ্গে তিনি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

গতকাল রোববার (১৮ মে) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে তদন্তে গাফিলতি এবং মূল অপরাধীদের গ্রেপ্তার না করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গণেশ চন্দ্র রায় বলেন, “গত ৫ আগস্টের পর ‘ছাত্ররাজনীতি চাই না’ দাবিতে কিছু তথাকথিত সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যেসব অগণতান্ত্রিক কর্মসূচি চালানো হয়, তা ছিল মবোক্রেসি। তদন্তে উঠে এসেছে, এসবের পেছনে উপাচার্যের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছিল। তাই আজ থেকে তাকে আর ‘মাননীয়’ নয়, ‘ফাদার অব মবোক্রেসি’ হিসেবে ডাকি।”

তিনি আরও বলেন, “এই ব্যর্থ উপাচার্য ও দায়িত্বজ্ঞানহীন প্রক্টরের এখনই পদত্যাগ করা উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অযোগ্যতা আর সহ্য করা হবে না।”

সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনের চেতনাকে যারা বিক্রি করেছে, আজ তারাই টেন্ডার বাণিজ্যে জড়িয়ে পড়েছে। প্রশাসনের উচিত ছিল সাম্য হত্যার প্রকৃত হোতাদের বিচারের আওতায় আনা। ৯ মাস অপেক্ষা করেছি, সহযোগিতা করেছি। কিন্তু এখন দেখছি—তারা পুরোপুরি ব্যর্থ। তাই আমাদের স্পষ্ট দাবি, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চাই।”

তিনি আরও বলেন, “যারা ভারতের হয়ে দালালি করেছে, তারা আজ ভারতে পালিয়েছে। আর যারা সাম্য হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে, তাদের পরিণতিও একই হবে।”

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়া প্রমুখ।

উল্লেখ্য, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ জানান।

Leave a Reply

scroll to top