শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে তদারকি উপ-উপাচার্যের

New-Project-15-8.jpg

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে তদারকি উপ-উপাচার্যের

২৪ ঘণ্টা বাংলাদেশ শাবিপ্রবি প্রতিনিধি,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সভায় প্রকল্পের কাজের গুণগত মান রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন কাজের উপর অধিক গুরুত্বারোপ করার নির্দেশ দেন প্রকল্প সংশ্লিষ্টদের।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক সুরাইয়া ফারহানা, সিনিয়র সহকারী পরিচালক মো. আসিফ সিদ্দিক, সহকারী পরিচালক তানভীর মোর্শেদ ও মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।

এসময় উপ-উপাচার্য বলেন, “বিল্ডিংয়ের কাজ এবং ব্যবহৃত উপকরণের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। প্রতিটি কাজ গুরুত্বের সঙ্গে সম্পন্ন করতে হবে। সাইট ইঞ্জিনিয়ারদের সব সময় সরেজমিনে উপস্থিত থাকতে হবে। আমি যেকোনো সময় সাইটে গিয়ে কাজ পরিদর্শন করতে পারি, তখন যেন তাদের উপস্থিতি নিশ্চিত থাকে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে ভবনগুলো ব্যবহারের উপযোগী করে তোলা। এজন্য প্রতিটি ধাপে স্বচ্ছতা ও মান বজায় রাখা আবশ্যক। রড, সিমেন্ট ও বালির মতো প্রধান উপকরণে কোনোভাবেই মানের সঙ্গে আপস করা চলবে না।”

ঠিকাদারদের উদ্দ্যেশে তিনি বলেন, “আপনাদের কাজ যেন ভবিষ্যতে নিজেদের গর্ব করার মতো হয়। আমরা জুনের মধ্যে কাজের সন্তোষজনক অগ্রগতি দেখতে চাই। উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র যেন দৃশ্যমান হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”

সভায় আরও উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জয়নাল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস, উপ-রেজিস্ট্রার শাহীন আহমদ চৌধুরী এবং নির্বাহী প্রকৌশলী মো. তানজিম শামস প্রমুখ।

উল্লেখ্য, প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট ৪টি শিক্ষাভবন, ১টি ছাত্র ও ১টি ছাত্রী হল, ১টি প্রশাসনিক ভবন, ৪ তলা বিশিষ্ট ১টি ছাত্র হল মসজিদ, ১১ তলা বিশিষ্ট একটি শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার, ২ তলা বিশিষ্ট একটি সেন্ট্রাল ওয়ার্কশপ, এক কিলোমিটার রাস্তার দুই পাশে ২টি স্প্যান ব্রিজ এবং ১টি পাওয়ার স্টেশনের নির্মাণকাজ চলমান রয়েছে।

Leave a Reply

scroll to top