গণমাধ্যম কর্মীদের জন্য ৫ দিনের ঈদ ছুটি দাবি: তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি

New-Project-60.png

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহায় গণমাধ্যম কর্মীদের জন্য কমপক্ষে পাঁচ দিনের ছুটির দাবিতে তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমকে স্মারকলিপি দিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ (জেসিবি)। আজ রোববার (২৫ মে) সংগঠনটির সদস্য সচিব মো. মিয়া হোসেন এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, এ বছর পবিত্র ঈদুল আজহায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু গণমাধ্যম কর্মীদের জন্য পর্যাপ্ত ছুটি না থাকায় তাদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

জেসিবি তাদের স্মারকলিপিতে জোর দিয়ে বলেছে, “সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করা একান্ত আবশ্যক।” সংগঠনটি দাবি জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায় কমপক্ষে পাঁচ দিনের ছুটিসহ সকল সরকারি ছুটির দিনে গণমাধ্যমে ছুটি ঘোষণা করে গেজেট প্রকাশ করা হোক।

গণমাধ্যম কর্মীরা মনে করেন, সরকারি চাকরিজীবীদের মতো তারাও দেশের সেবায় নিয়োজিত এবং উৎসবের সময়ে পরিবারের সাথে সময় কাটানোর অধিকার তাদেরও রয়েছে। এই দাবি মেনে নেওয়া না হলে সাংবাদিক সমাজে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জেসিবি।

Leave a Reply

scroll to top