অবৈধ অটোরিকশা বন্ধে রাজধানীতে অভিযান

অবৈধ অটোরিকশা বন্ধে রাজধানীতে অভিযান
২৪ ঘণ্টা বাংলাদেশ

রাজধানীতে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ডিএনসিসির ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে সাতটি প্যাকেজে ২০ কিলোমিটার রাস্তা, ৩৪ কিলোমিটার নর্দমা ও ১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণের কাজ উদ্বোধন করা হয়।

প্রশাসক জানান, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করছে। ডিএমপি ইতোমধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে। শিগগিরই রাতের অভিযানে এগুলো বন্ধ করে দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে প্রশাসক বলেন, ‘বাড়ির মালিক সমিতিগুলোকে অনুরোধ করবো, নিজেদের এলাকায় অবৈধ অটোরিকশা ঢুকতে দেবেন না। আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক কর্মকাণ্ড চালাতে দেবেন না।’

নগরবাসীর প্রতি তিনি আহ্বান জানান, জলাধার এলাকা চিহ্নিত করে প্লট কেনার পরামর্শ দেন। বলেন, ‘মৌজা ম্যাপ দেখে নিশ্চিত হোন জমি জলাধার কি না। জলাধার হলে দয়া করে প্লট কিনবেন না, ভবিষ্যতে ঝামেলায় পড়বেন।’

পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকার উন্নয়ন প্রসঙ্গে মোহাম্মদ এজাজ বলেন, আগে ধারণা করা হতো এখানে কখনো পাকা রাস্তা হবে না। গোডাউনভর্তি এলাকাটিতে এখন রাস্তা-ফুটপাত নির্মাণ হচ্ছে। খাল উদ্ধারেও নাগরিক আন্দোলন হয়েছে। কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা দূর হবে।

পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ছোট গাছ নয়, বড় গাছ লাগান। পরিকল্পিতভাবে রাস্তাভেদে কৃষ্ণচূড়া, সোনালুর মতো গাছ লাগালে এলাকা আরও সুন্দর হবে।’

অনুষ্ঠান শেষে নির্মাণকাজের উদ্বোধন ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

scroll to top