চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। তার এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
আজ সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, এই সমঝোতা স্মারকগুলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, আসন্ন সফরে দুই দেশের মধ্যে যেসব সমঝোতা সই হবে তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো:
১ প্রিপেইড গ্যাস মিটার স্থাপন: জাপানের জেবিআইসি (Japan Bank for International Cooperation) এর সঙ্গে প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে একটি ঋণ চুক্তি সই হবে। এটি বাংলাদেশের জ্বালানি খাতে আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভূমি বরাদ্দ: জাপানের ওনডা এবং নাকসিস-এর সঙ্গে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) জন্য দুটি পৃথক ভূমি সংক্রান্ত সমঝোতা সই হবে। এর মাধ্যমে জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের সুযোগ আরও বাড়বে।
৩ ব্যাটরি ও সাইকেল কারখানা স্থাপন: ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে একটি সমঝোতা হবে। এটি বাংলাদেশে নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।
৪ বিডাতে ওএসএস প্রযুক্তি স্থাপন: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (OSS) প্রযুক্তির উন্নয়নে জাইকার (Japan International Cooperation Agency) সঙ্গে একটি সমঝোতা সই হবে। এটি বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে।
৫ মানবসম্পদ উন্নয়ন: দক্ষতা ও ভাষা উন্নয়নে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) এর সঙ্গে জাপানের দুটি পৃথক সমঝোতা স্মারক সই হবে। এর মাধ্যমে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে জাপানের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশি কর্মীদের জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এছাড়া, এই সফরে দুই দেশের মধ্যে বাজেট সহায়তা নিয়ে একটি নথি সই হবে এবং ঢাকা জাপানের কাছে এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাইবে বলেও জানানো হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস ২৮ মে ভোরে জাপান পৌঁছে ২৯ ও ৩০ মে ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক নিক্কেই ফোরামের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। এই ফোরাম এশিয়ার ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবে।
সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ৩০ মে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।