১৪ মে ৮ দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন অবরোধের ডাক

New-Project-40-2.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ মো. তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচলসহ ৮ দফা দাবির বাস্তবায়নে আগামী ১৪ মে (বুধবার) শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘সুজন—সুশাসনের জন্য নাগরিক’-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

এই কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ট্রেন আন্দোলনের উদ্যোক্তা মো. মনোয়ার হোসেন জুয়েল।

তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জবাসীর বহুদিনের দাবির মধ্যে অন্যতম হলো—রাজশাহীর বদলে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্তঃনগর ট্রেন চালু করা। এই দাবি দীর্ঘদিন উপেক্ষিত থাকায় আমরা বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মসূচির পথে এগোচ্ছি।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনহা, সুজনের জেলা সহ-সভাপতি মো. মাসিদুর রহমান, প্রচার সম্পাদক মুনিরুল ইসলাম মুনির, সহ-প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী আসাদ, পৌরসভা সভাপতি মো. জমশেদ আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব, ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক ও সুজন পৌর শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জেলার সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মনোয়ার হোসেন জুয়েল বলেন, “আমরা চাই জনগণের স্বার্থে শান্তিপূর্ণভাবে এই দাবি আদায় করতে। এজন্য গণমাধ্যমের সহযোগিতা ও সকল স্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত প্রয়োজন।”

উল্লেখযোগ্য ৮ দফা দাবির সারাংশ:
১. চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সরাসরি সকল আন্তঃনগর ট্রেন চালু
২. রেলওয়ের সেবার মানোন্নয়ন
৩. ট্রেনের সংখ্যা ও সময়সূচি বৃদ্ধি
৪. রেলস্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ও জনসেবামূলক ব্যবস্থা
আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, এই কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং জনস্বার্থে গৃহীত। তারা প্রশাসন ও রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

 

 

 

 

 

 

Leave a Reply

scroll to top