ইসরায়েলি পণ্য বয়কট করেছে যুক্তরাজ্যের বৃহৎ প্রতিষ্ঠান কো-অপ

New-Project-15.png

ব্রিটেনের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলে চলমান নৃশংস হত্যাযজ্ঞের কারণে ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ। আজ মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১৭ মে) কো-অপের বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হয়। উপস্থাপিত এই প্রস্তাবটি বিপুল পরিমাণ সমর্থন পায়। এতে বোর্ডকে ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার মাধ্যমে ‘নৈতিক সাহস ও নেতৃত্ব’ প্রদর্শনের আহ্বান জানানো হয়। এদিন প্রতিষ্ঠানটির ৭৩ শতাংশ কর্মী এই প্রস্তাবের পক্ষে ভোট দেন।

প্রতিষ্ঠানটির সদস্যদের দাবি, এটি গাজার ওপর চলমান ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক পদক্ষেপ।

জানা গেছে, চলতি গ্রীষ্মের শেষ দিকে এই পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ তাদের দোকান থেকে ইসরাইলের সব পণ্য ফেলে দেবে।

এ প্রস্তাবের পক্ষে কাজ করেছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) নামের একটি সংগঠন। ভোটের ফলাফলকে তারা ফিলিস্তিনের প্রতি ব্যাপক জনসমর্থনের প্রতিফলন হিসেবে স্বাগত জানিয়েছে।

কো-অপ তাদের নৈতিক অবস্থানের জন্য ব্রিটেনের অন্যান্য সুপারমার্কেট থেকে সবসময়ই আলাদা। এছাড়া, যুক্তরাজ্যে এটাই ছিল প্রথম খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান। যারা ২০০৭ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলে অবৈধ্য বসতি স্থাপনের নীতির প্রতিবাদ জানিয়ে দেশটির পণ্য বয়কট করেছে।

নতুন প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্বরণ করিয়ে দিয়েছে, ২০২২ সালে ইউক্রেনে হামলার পর কো-অপ রুশ পণ্য বিক্রিও বন্ধ করেছিল। তাই ইসরাইল ইস্যুতেও একই ‘নৈতিকতা ও মূল্যবোধ’ অনুসরণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটি সদস্যরা।

Leave a Reply

scroll to top