৫৪ বছর বয়সে প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব

New-Project-19-4.jpg

মুকুল দেব

২৪ ঘণ্টা বাংলাদেশ

বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই। বৃহস্পতিবার (২৩ মে) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি এবং হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার পরিবারের সদস্য হিসেবে আছেন ছোট ভাই, জনপ্রিয় অভিনেতা রাহুল দেব।

মুকুল দেবের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সহ-অভিনেতা বিন্দু দারা সিং। একসাথে ‘সন অব সরদার’ ছবিতে অভিনয় করেছিলেন তারা। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মুকুল এখন আর বড় পর্দায় নিজেকে দেখতে পারবে না—এই ভাবনাই কষ্ট দেয়। মা-বাবার মৃত্যুর পর থেকেই ও একা একা থাকতে শুরু করে। কারো সঙ্গে দেখা করত না, বাড়ির বাইরেও খুব একটা বের হতো না। শেষদিকে শরীর ভীষণ খারাপ হয়ে যায় এবং ওকে হাসপাতালে ভর্তি করতে হয়। ওর ভাই এবং যারা তাকে চিনতেন, ভালোবাসতেন—তাদের প্রতি আমার সমবেদনা। মুকুল দারুণ একজন মানুষ ছিলেন, আমরা সবাই ওকে খুব মিস করব।”

অন্যদিকে, মুকুলের বন্ধু এবং অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে মুকুলের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে তাকে স্মরণ করেছেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মুকুল তার অসুস্থতা নিয়ে কখনও কারও সঙ্গে কথা বলতেন না। তাদের বন্ধুরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত যোগাযোগ করতেন। দীপশিখা বলেন, “সকালে ঘুম থেকে উঠে খবরটা শুনে ভীষণ ভেঙে পড়েছি। তখন থেকেই ওর নম্বরে ফোন করে যাচ্ছি, মনে হচ্ছে একবার হলেও ফোনটা ধরবে।”

কর্মজীবন ও অবদান

মুকুল দেব ১৯৯৬ সালে মহেশ ভাট পরিচালিত ‘দস্তক’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেন, যেখানে তিনি সুশমিতা সেনের বিপরীতে অভিনয় করেন। এরপর তিনি ‘কিলা’, ‘ওয়াজুদ’, ‘কোহরাম’, ‘মুজে মেরি বিবি সে বাঁচাও’, ‘ইন্ডিয়ান’, ‘জঙ্গল’, ‘ইয়ে হ্যায় জলওয়া’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সন অফ সারদার’, ‘আর… রাজকুমার’, ‘জয় হো’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি হিন্দি ছাড়াও পাঞ্জাবি, বাংলা, মালয়ালম, কন্নড় ও তেলেগু ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন।

টেলিভিশনেও মুকুল দেবের অবদান উল্লেখযোগ্য। তিনি ‘মুমকিন’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘পেয়ার জিন্দেগি হ্যায়’ প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া তিনি ‘ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া’র প্রথম সিজনের সঞ্চালক ছিলেন।

পুরস্কার ও সম্মাননা

মুকুল দেব ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৭ম অমরিশ পুরি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন।

Leave a Reply

scroll to top