দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল করীর খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকের প্রসঙ্গ
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের এজেন্ডায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা প্রসঙ্গ রাখা হয়েছে।.এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ ইস্যু নিয়ে সৃষ্ট সংকট এবং করণীয় কী হবে তা নিয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্রটি আরও জানায়, বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি ও প্রকৃত খুনিদের গ্রেপ্তার, ভারত কর্তৃক বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপের বিষয়েও পর্যালোচনা করা হবে।
একইসাথে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের ছায়ায় বাংলাদেশ সীমান্তে ঘটে চলা এক নীরব সংকট। অভিযোগ উঠেছে, এই সুযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্ত দিয়ে ‘পুশ-ইন’ করেছে শত শত মানুষকে। শুধু গত দুই সপ্তাহেই বাংলাদেশ ভূখণ্ডে প্রায় সাড়ে তিন শতাধিক লোককে ঠেলে দেওয়া হয়েছে।
এই উদ্বেগজনক ঘটনার পরিপ্রেক্ষিতে বৈঠকে বিস্তারিত বিশ্লেষণ ও মন্তব্য করা হবে বলে জানা গেছে। পাশাপাশি, সারা দেশে বিএনপি আয়োজন করা তারুণ্যের সমাবেশের সফলতা নিয়েও বৈঠকে গভীর পর্যালোচনা হবে। নেতারা মনে করছেন, দেশের যুবসমাজের মাঝে এই সমাবেশ ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পেরেছে, যা আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনায় বড় ভূমিকা রাখতে পারে।
এছাড়া, বৈঠকের আলোচ্য সূচিতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও থাকবে—নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে সেসব পর্যালোচনা করা হবে।