প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম টেস্টে টসে জিতলেও এবারে টসে ভাগ্যকে পাশে পেলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটি শুরু হয়েছে সকাল ১০টায়।
সিলেট টেস্ট বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে হেরেছিল বাংলাদেশ দল। সেই সুবাদে দ্বিতীয় টেস্টে দলে পরিবর্তন আসবে এটা অনেকটা অনুমেয়ই ছিল। চট্টগ্রামে টেস্টে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওপেনারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে ডিপিএল থেকে টেস্ট দলে উড়িয়ে আনা হয়েছে ফর্মে থাকা এনামুল হক বিজয়কে। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। স্কোয়াডের পর একাদশেও সুযোগ পেয়েছেন এনামুল হক। উদ্বোধনী জুটিতে সাদমানের সঙ্গী হবেন তিনি। স্পিন শক্তি বাড়াতে একাদশে নেওয়া হয়েছে অফ স্পিনার নাঈম হাসানকে। তাঁকে নিয়ে একাদশে স্পিনার তিনজন।
সেইসঙ্গে অভিষেক হলো তানজিম হাসান সাকিবের। সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ সাকিবের জায়গা হলো টেস্ট দলেও। এদিকে সিলেটের প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা এবং খালেদ আহমেদ। এদের মধ্যে নাহিদ রানা অবশ্য দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনাতেই ছিলেন না।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ।