সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ছবি পোস্ট করে মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পরিচিত ‘সচেতনতার ফেরিওয়ালা’ সাঈদ রিমন। এবার তিনি অসাম্প্রদায়িক চেতনায় ‘বাংলাদেশ মলম পার্টি (বামপা)’ নামের একটি দল ঘোষণার পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে তিনি দল-মত নির্বিশেষে সম আচরণ করার প্রত্যয়ে মানুষের যোগদান কামনা করেছেন।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রিমন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই মজাদার পোস্টারটি শেয়ার করেন। পোস্টারে ‘বামপা’ দলের কার্যক্রমের ঠিকানা হাস্যরসাত্মকভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে লেখা রয়েছে, ‘বক্তৃতা বিকালে… (বামপা) প্রধান কার্যালয়, জায়গামত, বাজার রোড, ধর্মতলা, বরগুনা… পার্টির চেয়ারম্যান এর শ্বশুরবাড়ি… আন্তর্জাতিক কার্যালয়, রিমন মনজিল, পিটিআই সড়ক, বরগুনা।’
পোস্টারটি শেয়ার হওয়ার পর থেকেই বিভিন্ন মন্তব্য আসতে থাকে। কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ বলছেন, “এইবার ঠিক আছে,” আবার কেউ শাখা কমিটির সভাপতির পদ চাইছেন।
এ প্রসঙ্গে কালের কণ্ঠকে রিমন বলেন, “আমি দীর্ঘদিন ধরে ফেসবুক ও অন্যান্য মাধ্যমে মানুষকে নানা বিষয়ে সচেতন করে আসছি—মলম পার্টির অপব্যবহার থেকে শুরু করে সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে কাজ করছি। সাম্প্রতিক সময়ে দেশে নতুন নতুন দল গঠনের যে প্রবণতা দেখা যাচ্ছে, সেটিকে মজার ছলে তুলে ধরতেই এই পোস্টার তৈরি করেছি। আমার লক্ষ্য সহজ—হাস্যরসের মাধ্যমে মানুষকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া।”
তিনি আরও যোগ করেন, “অনেকেই হয়তো পোস্টারটি দেখে হাসবেন, কিন্তু এর মধ্য দিয়ে আমি একটি বড় বার্তা দিতে চাই। আমাদের সমাজে যেকোনো অযাচিত ঘটনাকে স্বাভাবিকভাবে নেওয়ার প্রবণতা আছে। মজা করেও যদি মানুষ একটু ভাবতে শুরু করেন, তাহলে আমার প্রচেষ্টা সার্থক।”
রিমনের এই উদ্যোগকে অনেকেই সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি অনন্য মাধ্যম হিসেবে দেখছেন। মাসুদ রানা লিখেছেন, “অভিনন্দন (বিএমপি)!” তুহিন মোল্লাহ মন্তব্য করেছেন, “এইবার ঠিক আছে।” কে.এইচ. রহমান মামুন লিখেছেন, “বাংলাদেশ মলম পার্টির মাদারীপুর জেলা শাখার সভাপতি বানিয়ে দেন আমাকে প্লিজ!” নাজমুস সাদিদও লিখেছেন, “ভাই একটা পদ-পদবি চাই।” আবার ফাহাদ সুজন বলেছেন, “ভাই, প্রধান কার্যালয় তো ইউএসএ-তে হওয়া উচিত ছিলো।” মিজানুর রহমান মোল্লাহও মন্তব্য করেছেন, “ভাই, সেন্ট্রালে একটা পোস্ট দেয়ার সুযোগ আছে কি?”
এছাড়া, নুরুল ইসলাম অনিক লিখেছেন, “ভাই, খুব দ্রুতই এই পার্টির আত্মপ্রকাশ দেখতে চাই।” সাইদুর রহমান সাব্বির লিখেছেন, “ভাই, সাথে আছি।” মোহাম্মদ কিবরিয়া মন্তব্য করেছেন, “বক্তৃতা শোনার অপেক্ষায় রইলাম।” আশফাক সুমন লিখেছেন, “বাংলাদেশ মলম পার্টিকে এবার ক্ষমতায় দেখতে চাই।”
সাঈদ রিমন বর্তমানে একটি কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ে বস্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষক। প্রায় ১৭ বছর ধরে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন অপরাধমূলক ও মানবিক বিষয়গুলো তুলে ধরে মানুষকে সচেতন করছেন।